চৈত্র মাসে রয়েছে একাধিক পার্বনের তিথি। তারই মাঝে হিন্দুশাস্ত্র অনুসারে চৈত্র মাসে পূর্ণিমা ও অমাবস্যার তিথি বেশ তাৎপর্যপূর্ণ। অমাবস্যার দিনে অনেকেই পিতৃশ্রাদ্ধ বা পূর্ব পুরুষদের প্রতি বিশেষ পুজো নিবেদন করে থাকেন। এদিকে,♌ এই অমাবস্যা তিথি কাটলেই রয়েছে নবরাত্রি ২০২৫। কবে রয়েছে ২০২৫ চৈত্র⛦ অমাবস্যা? পঞ্জিকামত বলছে, আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেই পড়ে যাচ্ছে চৈত্র মাসের অমাবস্যা। কখন থেকে এই অমাবস্যার তিথি শুরু হচ্ছে? দেখে নিন।
চৈত্র অমাবস্যা:-
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজ থেকে শুরু। পঞ্জিকা অনুসারে আজ শুক্র༺বার, ২৮ মার্চ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। আর অমাবস্যা তিথি শেষ হবে ২৯ মার্চ বিকেল ৪ টে ২৭ মিনিটে। প্রসঙ্গত, শুক্রবার থেকে তিথি পড়লেও, শনিবারই পালিত হবে অমাবস্যা। যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার পালিত হতে চলেছে, তাই এই তিথিকে শনি অমাবস্যা বলা হয়। শাস্ত্রমতে এই শনি অমাবস্যা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ।
অমাবস্যা তিথিতে স্নান ও দানের পূণ্য মুহূর্ত:-
চৈত্র অমাবস্যায় স্নান ও দানের শুভ সময় ২৯ মার্চ শনিবার পড়ছে। সেদিন ভোর ৪ টা ৪২ মিনিটে থেকে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত রয়েছে স্নান ও দানের শুভ সময়। এরপর অভিজিৎ মুহুর্ত হবে দুপুর ১২ টা ১৯ মিনিট থেকে 🐽দুপুর ১টা ০৮ মিনিট পর্যন্ত। এছাড়া সূর্যাস্তের পূর্ব পর্যন্ত স্নান করা যায়। চৈত্র অমাবস্যায় স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের নিবেদন করা যেতে পারে।
শনি অমাবস্যায় করতে পারেন শনিদেবের পুজো:-
শনিবারে অমাবস্যা পড়ার কারণে চৈত্র অমাবস্যা শনিচরি অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যায় শনিদেবের পূজা করা যায়। শনি ঢাইয়া এবং শনির সাড়ে সতী থেকে মুক্তি পেতে সন্ধ্যায় শনিদেবের মন্দিরে সরিষার তেলের প𝓡্রদীপ জ্বালিয়ে অনেক﷽েই পুজো করে থাকেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্♓ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
স