🐭 শুক্রবারের ভূমিকম্পের পর শনিবারেও ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। মায়ানমারের নেপিডওতে এদিন কম্পন অনুভূত হয়। শনিবারের ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। এই তথ্য জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে। ইতিমধ্যেই মায়ানমারে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে ১০০০ জনের মৃত্যু হয়েছে। তারপর নতুন করে সেদেশে ভূমিকম্পের ঘটনায় বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে।
🍌মায়ানমারের রাজধানী নেপিডোর কাছে এদিন দুপুর ২.৫০ মিনিটে কম্পন অনুভূত হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। এমনই জানিয়েছে, ইউএসজিএস। শনিবারের ভূমিকম্পে সেদেশে কতটা ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি বিশদে। জানা যাচ্ছে, শুক্রবার সেদেশে যেখানে ভূমিকম্পের জেরে ক্ষতি হয়েছে, সেখানেই এই কম্পন এদিনও অনুভূত হয়েছে। উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে নেপিডোতে ক্ষতিগ্রস্ত এলাকায় সারাইয়ের কাজ চলছিল শনিবার সকাল থেকেই। শহরের বেশিরভাগ জায়গায় নেই বিদ্যুৎ, ফোন সংযোগ, ইন্টারনেট সংযোগ। এমনই এক সময় এই কম্পন অনুভূত হয়।
ꦇপ্রসঙ্গত, শুক্রবারই মায়ানমারে রিখটার স্কেলে ৭.৭ কম্পনের মাত্রা নিয়ে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ঠিক ১১ মিনিট পর আসে আফটার শক। তখন কম্পনের মাত্রা ছিল ৬.৪। বড় বড় বিল্ডিং থেকে শুরু করে ঐতিহাসিক ভবন, রাস্তা, ব্রিজ ভেঙে পড়ে মায়ানমারের মান্দালয়ে। এই শহরই মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর।
(♔ Chaitra amavasya 2025 Time: চৈত্র অমাবস্যা ২০২৫ আজ আর কতক্ষণ থাকছে? রইল তিথি, সূর্যগ্রহণের সময়কাল)
মোদীর ফোন মায়ানমারের সেনা প্রধানকে:-
▨এদিকে, মায়ানমারের ভূমিকম্পে হাজার মানুষের প্রাণ নিমেষে শেষ হয়েছে। এই করুণ পরিস্থিতিতে আজই মায়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছেন মায়ানমারের পাশে থাকার বার্তা। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে মায়ানমারের পাশে থেকে ভারত সহায়তা করবে। ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার আইএনএস সাতপুরা ও আইএনএস সাবিত্রী মানবিক ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশে যাত্রা করেছে। তারা ইয়াঙ্গুনের উদ্দেশে যাচ্ছে। মায়ানমারের ঘটনার প্রেক্ষিতে ভারত শুরু করেছে ‘অপরেশন ব্রহ্ম’।