মধ্যমণি অভিনেতা-পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁকে ঘিরে বসেছিলেন ঐ♑শ্বর্য সেন, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, কাঞ্চন মল্লিক, সহ অন্যান্যরা। শুরুতেই ঐশ্বর্য সেন বললেন, ‘সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘন্টা, ছট্ফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা। বল্লে রাজা…’
এরপরই শ✤িবপ্রসাদ (রাজা 🙈সেজে) বললেন, ‘মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ?’ মন্ত্রী বলে, (সৌরসেনী) ‘এসেন্স দিছি—গন্ধ তো নয় মন্দ!’ এরপর একে একে পাত্র, বদ্যি, কোটাল, চন্দ্রকেতু, বৃদ্ধ নাজির সকলেই যে যার অংশ পাঠ করলেন।
হ্যাঁ, ঠিকই ধরেই সুকুমার রায়ের সেই কালজয়ী কবিতা ‘গন্ধ বিচার’। সে💜ই কবিতাটাই পাঠ করতে দেখা গেল 'আমার বস’-এর অভিনেতা অভিনেত্রীরা। ২৯ মার্চ শনিবার উইনডোজ প্রোডাকশনের ফেসবুকের পাতায় পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি।
এবিষয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় Hindustan Times Bangla-কে জানান, ‘গন্ধ বিচার- সুকুমার রায়ের কালজয়ী কবিতাগুলোর মধ্যে একটি, যা আজও প্রাসঙ্গিক। আমার বস-এর প্রেক্ষাপট একটি কর্পোরেট অফিস, যেখানে বস রাজা আর তার মন্ত্রিপরিষদ তার কর্মচারীরা। এই কবিতার সঙ্গে ছবির ধারণাটা এতটাই মিলে যায় যে, আমাদের এই কবিতাটি স্মরণ করতেই হলো। তা ছাড়া, ‘আমার বস’-এ প্রচꦓুর সুকুমার রায়ের কবিতার রেফারেন্ജস আছে এবং রাখীদি নিজেও স্ক্রিনে সুকুমার রায়ের কবিতা পাঠ করেছেন। সেই ভাবনা থেকেই আমার বস টিমের এই ছোট্ট প্রয়াস। আশা করি, সকলের ভালো লাগবে।’
ইতিমধ্যেই নেটপাড়ার মন কেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ 'আমার বস'-এর অভিনেতা-অভিনেত্রীদের এই🔯 কবিতা পাღঠ। অনেকেই ভিডিয়োর নিচে নানান মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে। ভীষন ভালো লাগলো। শিবপ্রসাদ ও তার পুরো টিমকে অনেক অভিনন্দন। আমার বস সিনেমাটির জন্য রইল অনেক শুভেচ্ছা 𝔉ও শুভকামনা’। আরও একজন লেখেন, 'বাংলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আজ বিলুপ্তের পথে। যান্ত্রিক ও আধুনিক দুনিয়ায় সবাই আবদ্ধ হয়েছে🅰। খুব সুন্দর লাগলো সমগ্র উপস্থাপনা। অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল আমার বস সিনেমাটির জন্য।' কারোর মন্তব্য, ‘উপস্থাপনা টি খুব ভাল লাগল। বস সিনেমাটির জন্য আগাম শুভেচ্ছা রইল।’ এমনই অসংখ্য মন্তব্য ও শুভেচ্ছা বার্তা উঠে এসেছে।