Surya Grahan 2025 Date time: ২০২৫র প্রথম সূর্যগ্রহণ পড়ছে শনি অমাবস্যায়! কখন শুরু? রইল সময়কাল
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2025, 07:00 PM ISTএই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? কোন সময় শুরু হবে গ্রহণ? 💎দেখে নিন।
এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? কোন সময় শুরু হবে গ্রহণ? 💎দেখে নিন।
শাস্ত্র অনুসারে যেকোনও গ্রহণেরই আলাদা মাহাত্ম্য থাকে। চাঁদ, সূর্য, পৃথিবী যদি একই সরলরেখায় থাকে, তাহলে🍃, সেই অবস্থানে চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ মূলত, তিন ধরনের হয়ে থাকে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। মার্চ মাসের শেষে যে সূর্যগ্রহণ হতে চলেছে, তা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? কোন সময় শুরু হবে গ্রহণ? দেখে নিন।
সূর্যগ্রহণ হতে চলেছে, শনিবার ২৯ মার্চ। সেই দিন রয়েছে অমাবস্যাও। চলতি বছরে মার্চ মাসের অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের শুরু আর শেষের সময়কাল ঘিরে পঞ্জিকামত দেখে নেওয়া যাক। ২৯ মার্চ শনিবার ভারতীয় সময় দুপুর ২ টো ২০ মিনিট ৪৩ সেকেন্ডে শুরু হবে। গ্রহণ মূলপর্বে থাকবে , বিকেল ৪ টে ১৭ মিনিট ২৭ সেকেন্꧃ডে। গ্রহণ মোক্ষ বা শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে। গ্রহণের স্থিতিকাল ৩ ঘণ্টা ৫৩ মিনিট।
উল্লেখ্য, শাস্ত্রমতে, গ্রহণের সময় গ্রহগু꧃লির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি। মঙ্গল অবস্থান করবেন মিথুনে। কেতু থাকবেন কন্যা রাশিতে। সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে।
চলতি মাসে কিছুদিন আগেই হোলিতে সম্পন্ন হয়েছে চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণটไি রয়েছে মার্চ মাসের শেষের দিকে। মার্চের শেষে এই সূর্যগ্রহণ কি আদৌ দেখা যাবে ভারতে? তথ্য বলছে, ভারত থেকে শনিবার ২৯ মার্চের সূর্যগ্রহণ দেখা যাবে না। এই গ্রহণ দেখা যাবে আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার ไউত্তর অঞ্চলে।
(এই প্রতিবেদনের তথ্♔য মান্যতা নির্ভর। এর সত𝓀্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )