ঠাকুরনগরে মতুয়াদের বারুণী মেলা শুরু আজ থেকে। এর আগে ২০২৪ সালে এই মেলা চলাকালীন বড়মায়ের ঘর দখল করাকে কেন্দ্র করে শান্তনু ঠাকুরের গোষ্ঠীর সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল মমতাবালা ঠাকুর গোষ্ঠীর। মমতাবালা ঠাকুর এবং তাঁর মেয়ে মধুপর্ণাকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। শান্তনুকে নিজে হাতে তালা ভাঙতে দেখা গিয়েছিল সেই রাতে। তবে একবছর পর এক অন্য দৃশ্যের সাক্ষী হল ঠাকুরনগর। রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে রেখে বিজেপি বিধায়ক অসীম সরকার পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরকে। মমতাবালা ঠাকুরও অসীমের মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করলেন। (আরও পড়ুন: মতুয়াদের পুণ্যস্নান আজ, তার আগে 'বোধদয়', বারুণী মেলায় মমতাবালর সঙ্গেই 𓄧শান্তনু)
আরও পড়ুন: 🐻দুর্গা মন্দিরে 💎পাঁচিল ভাঙার অভিযোগ, উত্তেজনা ছড়াল মেমারিতে
এদিকে এই ঘটনা প্রসঙ্গে অসীম সরকার বলেন, 'রাজনীতি রাজনীতির জায়গায় পড়ে থাকুক। মতুয়া পরিবার চায় আমরা সবাই একত্রিত হই। পিছনের কথা ভুলে সবাই ভুলে যান।' অপরদিকে মমতাবালা নিজে এই বিষয়ে বলেন, 'এটা বিধায়কের বিষয় নয়। এটা ভক্ত এবং ভগবানের মহামিলন। মা-ছেলের বিষয়। সংসার থাকলে ভুল বোঝাবুঝি হয়। এটা জগতের নিয়ম। হরিচাঁদের দর্শণ হল নারী-পুরুষ পাবে সমান অধিকার। তাই নারীশক্তির জয় হবেই। গতবার যে তাণ্ডব হয়েছিল, তা দেখে ভক্তরা চলে গিয়েছিলেন। তবে এবার ভক্তরা ফিরে এসেছেন। মনে আনন্দ নিয়ে এসেছেন। আমার পুরনো স্মৃতি ফিরে এসেছে।' (আরও পড়ুন: একের পর এক রাস্তা 'ব্লক' বಞলোচিস্তানে! হামলা গোয়াদার, নোশকি, বোলান সহ বহু ♏স্থানে)
আরও পড়ুন: পাকিস্তানে সামরিক হাসপাতালে মৃত্য🍬ু খলিস্তানি জঙ্গি নেতা মহল ꦜসিং বব্বরের
উল্লেখ্য, প্রায় একবছর আগে, গত ২০২৪ সালের ৭ এপ্রিলে মমতাবালা ঠাকুর এবং তাঁর মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বড়মা বীণাপানিদেবীর ঘর 'দখল' করাকে♚ কেন্দ্র করে রাতের বেলায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গাইঘাটার ঠাকুরবাড়িতে। শান্তনু ঠাকুর, তাঁর বাবা সহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল গাইঘাটা থানায়। সেই সব অবশ্য এখন অতীত। এই আবহে জেঠিমা মমতাবালা ঠাকুরের সঙ্গে হাত মিলিয়েই এই মেলা আয়োজনের বার্তা দিলেন শান্তনু। বিজেপি সাংসদের কথায়, 'আমার বোধদয় হয়েছে।' যদিও এখন এমন সুরে সুর মিললেও কয়েকদিন আগে পর্যন্ত ঠাকুর বাড়ির দুই পক্ষ একে অপরের দিকে রণংদেহি মূর্তি ধারণ করে ছিল। ঠাকুরবাড়ির আকচা-আকচির জেরে এবার মতুয়া মেলার আয়োজন কোন পক্ষ করবে, তা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।