Visva Bharati New VC Exclusive: দীর্ঘ ১৫ মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ছাত্র-উপাচার্য সংঘাত চরমে পৌঁছেছিল। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিশ্বভারতী ও শান্তিনিকেতনের সংস্কৃতিতে আঘাত হানার। পড়ুয়া ও আশ্রমিকদের তরফে বারবার সংগঠিত হয় প্রতিবাদ। সংঘাতের জন্য কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনের সাক্ষী হতে হয় বিশ্বভারতীকে। আপাতত সে সবকিছু অতীত। অস্থায়ী উপাচার্য এতদিন দায়িত্ব সামলানোর পর স্থায়ী উপাচার্য হয়ে আসছেন বিজ্ঞানী প্রবীর কুমার ঘোষ। তাঁর নিয়োগ নিয়ে ইতিমধ্যেই আশাপ্রত্যাশার পারদ চড়েছে। এই আবহে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে যোগ দিলেন বিশ্বভারতীর নতুন উপাচার♐্য।
‘রবীন্দ্রনাথের আদর্শ আমি বুঝি’
একদিকে যেমন শান্তিনিকেতন, অন্যদিকে তেমনই শ্রীনিকেতন। কালীমোহন ঘোষ, লিওনার🎀্ড নাইট এলমহার্টসহ একাধিক ব্যক্তির প্রচেষ্টায় রবীন্দ্রনাথের দীর্ঘ ভাবনার বাস্তব ফসল শান্তিনিকেতন সংলগ্ন এই স্থান। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিদেশে গিয়ে কৃষিবিজ্ঞানে শিক্ষালাভ করে দেশে ফিরে এখানকার কৃষি উন্নয়ন প্রকল্পের দায়িত্ব নেন। ঘটনাচক্রে শ্রীনিকেতনেই বিশ্বভারতীর কৃষিবিদ্যা বিভাগ থেকে বিএসসি পাশ করেছেন নয়া উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তাঁর কথায়, ‘আমি যেহেতু ওখানে পড়াশোনা করেছি, রবীন্দ্রনাথের আদর্শ আমি বুঝি। তাছাড়া কেন্দ্রের শিক♏্ষা বিভাগেও কাজ করেছি। ওর্য়াল্ড ব্যাঙ্কে তিন বছর ভারতের হয়ে কোয়ালিটি এডুকেশনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। ফলে নয়া শিক্ষাব্যবস্থা কীভাবে প্রোমোট করতে হবে, এডুকেশন পলিসি কীভাবে বাস্তবায়িত করতে হবে, সেই ধারণা রয়েছে।’আরও পড়ুন - স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতꦫী, কৃষিবিজ্ঞানী 🐷প্রবীরের পড়াশোনা শান্তিনিকেতনেই