🐷 বিয়ের রাতেই স্ত্রীর সঙ্গে বচসা। সকালে উদ্ধার হল স্বামীর মৃতদেহ। গোটা রাত স্বামীর দেহ আগলে বসে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার নবপল্লি এলাকায়। নিহত অভি দাসের সদ্য বিবাহিতা স্ত্রী বিউটি রায়কে আটক করেছে ঘোলা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য বিএন বসু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
পড়তে থাকুন - 🐭বচসা চলাকালীনই ইট দিয়ে থেঁতলে খুন, ট্রলিব্যাগে মহিলার দেহ উদ্ধারে জেরায় কবুল
আরও পড়ুন - 🌞‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ লাভলিকে TMC পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরাল প্রশাসন
𝓀জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে ঘোলার নবপল্লি এলাকায় এক বন্ধুর বাড়িতে বিয়ে করেন অভি দাস ও বিউটি রায়। বিয়ের কিছুক্ষণ পরই স্বামী - স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়ে যায়। বিউটির দাবি, এর পর হঠাৎই মৃত্যু হয় অভির। সারা রাত অভির দেহ আগলে বসেছিলেন বিউটি। এমনকী সকালেও কাউকে কিছু জানাননি। সকালে বাড়ির মালিকের অস্বাভাবিক কিছু হয়েছে বলে মনে হলে তিনি ঘরে ঢুকে দেখেন, বিছানায় শায়িত অভির দেহ। পাশে বসে রয়েছেন বিউটি। নিহত যুবকের দেহে কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - ♛‘আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে’, বেতন নিয়ে বেলাগাম দিলীপ
🔯খবর পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হয়ে যান স্থানীয়রা। পৌঁছয় ঘোলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে বিএন বোস হাসপাতালে পাঠায় তারা। অভিযুক্ত বিউটি রায়কে আটক করে থানায় নিয়ে গিয়েছেন আধিকারিকরা। কী ভাবে যুবকের মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভি দাসকে খুন করা হয়েছে, না কি বচসার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।