মাধ্যমিকের শেষটা ভালোই হল পরীক্ষার্থীদের। কারণ এবারের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে বলে জানালেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, তেমন ঘুরিয়ে কোনও প্রশ্ন আসেনি। কয়েকটি বুদ্ধিদীপ্ত প্রশ্ন ছিল। তবে সার্বিকভাবে মাধ্যমিকের শেষদিনে (মূল বিষয়ের) সহজ প্রশ্ন করা হয়েছে। ডায়াগ্রামও 'কমন' এসেছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে পড়ুয়ারা খুঁটিয়ে পাঠ্যবই পড়েছে, ঠিকভাবে টেস্ট পেপার সলভ করেছে, তাদের কোনও অসুবিধা হবে না। বরং 💙তারা ভালো নম্বর পাবে বলে আশাপ্রকাশ করেছেন শিক্ষকরা।
ফিজিক্স ও কেমিস্ট্রি- দুই অংশের প্রশ্নই সহজ হয়েছে, জানালেন শিক্ষক
বিষয়টি ব্যাখ্যা করে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে কলকাতার পাঠভবন স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক সৌরভ মণ্ডল বলেছেন,🐭 ‘প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে। সবধরনের ছাত্র-ছাত্রীদের জন্য একেবারে উপযুক্ত প্রশ্ন করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা💧 ভীষণ খুশি। তারা সব প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি - দুটি অংশেরই প্রশ্ন সহজ এসেছে।'
একটা বুদ্ধিদীপ্ত অঙ্ক ছিল, জানালেন শিক্ষক
সেইসঙ্গে পাঠভবন স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক বলেছেন, 'যে ডায়াগ্রামগুলি এসেছে, সেগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। রেজিস্ট্যান্সের যে অঙ্কটা এসেছে, সেটা বুদ্ধ꧒িদীপ্ত। তবে কঠিন ন🅷য় একেবারেই। সার্বিকভাবে বলতে গেলে খুব সহজ প্রশ্ন এসেছে। আর পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা খুব খুশি।’
মাধ্যমিক শেষ, স্বস্তিতে পড়ুয়ারা!
যে খুশিটা পড়ুয়াদের গলা থেকেও ঝরে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মাধ্যমিকের শেষদিনের পরীক্ষাটা ভালোভাবেই কেটেছে বলে স্বস্তি প্রকাশ করেছে নঙ্গী হাইস্কুলের ছাত্র। তবে সে শুধু একা নয়, জীবনের প্ꦗরথম বড় পরীক্ষা শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ছাত্র-ছাত্রীরা। যাদের ঐচ্ছিক বিষয় আছে, তাদের আগামী শনি🍒বার (২২ ফেব্রুয়ারি) হবে। যে ছাত্র-ছাত্রীদের ঐচ্ছিক বিষয় নেই, তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল আজ।
মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে পর্ষদ সভাপতি
ꩵতারইমধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে কাজের চাপ থাকলেও নির্দিষ্ট নিয়ম নেমেই রেজাল্ট ঘোষণা কর✅া হবে। প্রতিবার যেরকমভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয় এবং ফলপ্রকাশ করা হয়, এবারও সেটার অন্যথা হবে বলে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি।
সেইসঙ্গে বৃহস্পতিবার আসানসোলের মণিমালা গার্লস স্কুলে পরিদর্শনের মধ্যেই তিনি জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। যেরকম প্রশ্ন করা হয়েছে, তাতে তাঁরা সন্তোষপ্রকাশ করেছেনꦚ। ছাত্র-ছাত্রীরা ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেছেন পর্ষদ সভাপতি।