কোনও বিষয়ের গভীরে গিয়ে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, তবেই উত্তর দেওয়া যাবে। মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ ধীরে-ধীরে সেই পথে হাঁটছে বলে মনে করছেন শিক্ষিকা মহলের একাংশ। কলকাতার হিন্দু স্কুলের ইতিহাসের শিক্ষিকা তনুমিতা ব্রহ্ম জানিয়েছেন, এবারের ইতিহাসে কমপক্ষে এমন তিনটি প্রশ্ন এসেছে, যেগুলি একেবারে গভীরে গিয়ে না পড♊়লে উত্তর দেওয়া কঠিন হবে। সবমিলিয়ে ওই তিনটি প্রশ্নে ১০ নম্বর থাকলেও এবং ওই প্রশ্নগুলির ক্ষেত্রে বিকল্প থাকলেও পর্ষদ যে খুঁটিয়ে পড়ার উপরে জোর দিয়েছে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন হিন্দু স্কুলের ইতিহাসের শিক্ষিকা।
বিদ্যাসাগরকে নিয়ে ১টা প্রশ্ন ঘুরিয়ে এসেছে! জানালেন শিক্ষিকা
তিনি বলেন, ‘এবার ইতিহাসে কয়েকটি প্রশ্ন এসেছে, যেগুলি গভীরে গিয়ে পড়াশোনা করলে তবেই উত্তর দেওয়া যাবে। খুঁটিয়ে না পড়লে উত্তর দেওয়া যাবে না। যেমন পাঁচ দাগের তিন নম্বর প্রশ্নটা (৫.৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। আমরা বরাবরই দেখে এসেছি যে নারীশিক্ষায় তাঁর অবদান বা বিধবা বিবাহে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। কিন্তু এবার বাংলা ছাপাখানার বিকাশে বিদ্যাসা𒆙গরের কর্মপ্রচেষ্টা নিয়ে প্রশ্ন করা হয়েছে। সাধারণত এরকম প্রশ্ন মাধ্যমিকে আসে না। ২০১৭ সাল থেকে আমি প্রশ্নপত্র দেখলাম। এরকম প্রশ্ন কখনও আসেনি।’
দুটি ছোট প্রশ্নের ক্ষেত্রেও একই ধারা অনুসরণ
একইভাবে ১.১০ নম্বর প্রশ্নের (এক নম্বর ছিল) কথাও উল্লেখ করেছেন হিন্দু স্কুলের ইতিহাসের শিক্ষিকা। তিনি জানান, বিরূপবজ্র গ্রন্থের সঙ্গে কে যুক্ত ছিলেন, তা ওই প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল। এটার উত্তর হবে গণেন্দ্রনাথ ঠাকুর। এতদিন পর্যন্ত সাধারণত গণেন্দ্রনাথ൩ ঠাকুরকে নিয়ে যেরকম প্রশ্ন করা হত, এবার সেরকম হয়নি।
আবার ১.১৯ প্রশ্নের ক্ষেত্রেও (এক নম্বর ছিল) সেই ধারা অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন হিন্দু স্কুলের ইতিহাসের শিক্ষিকা। তিনি বলেন, ܫ‘কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠার জন্য কে জমিদান করেন, সেটা করা হয়েছিল। এটা একটু খুঁটিয়ে না পড়লে উত্তর দেওয়া যাবে না। এতদিন প্রশ্ন আসত যে কত সালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হ🦩য়েছিল বা প্রথম প্রিন্সিপাল কে ছিলেন।’
ভালোই নম্বর উঠবে, জানালেন শিক্ষিকা
তারপরও অবশ্য ইতিহাসে ভালো নম্বর উঠবে বলে জানিয়েছেন হিন্দু স্কুলের ইতিহাসের শিক্ষিকা। তিনি বলেন, ‘এবার খুঁটিয়ে পড়ার উপরে জোর দেওয়♕া হয়েছে। সার্বিকভাবে এবারের মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে। নম্বর ভালোই উঠবে।’