🎃বৃহস্পতিবার আসানসোলে মাধ্য়মিক পরীক্ষা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শন করলেন রাজ্য মধ্য়শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায়। আসানসোল মনিমালা গার্লস স্কুলে পরিদর্শন করেন তিনি।
🎃রামানুজ গঙ্গোপাধ্য়ায় বলেন, পশ্চিম বর্ধমানে রয়েছি। অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি। তাঁরাও খুশি। খুব ব্যালেন্সড প্রশ্ন হয়েছে। পরীক্ষা ব্যবস্থাও খুব ভালো হয়েছে। আমি সকলকে এটাই বলতে পারি, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসনের ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এটা একটা টিম ওয়ার্ক। কাজের পদ্ধতিগত যে চিন্তাভাবনা সেটা দেখতে পারছেন। আমি আশা করছি ছাত্রছাত্রীরা ভালো ফল করবে। ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে, ভালো নাগরিক হিসাবে ওরা গড়ে উঠবে।
মাধ্যমিকে💮র ফলপ্রকাশ নিয়েও মুখ খুললেন রামানুজ গঙ্গোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, ফলপ্রকাশ যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনেই ফল প্রকাশ করা হবে। …আমাদের উপর কাজের চাপ হয়তো বেড়েছে, কিন্তু মূল্যায়ন বা ফল প্রকাশ সেটা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। আগামী দিনে আলোচনা করে আমরা জানিয়ে দেব। তিনি বলেন, ছাত্রীর সংখ্য়া বেশি তার একটা বড় কারণ হল সামাজিক যে প্রকল্পগুলি রাজ্য সরকার গ্রহণ করেছে যেগুলি মাননীয় মুখ্য়মন্ত্রী বিভিন্ন জায়গায় উল্লেখ করেন…তার একটা সুফল তো আমরা পাবই।
ছাত্রীদের একাংশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোটা বিষয়গুলি নিয়ে আমরা পর্যালোচনা করব। এই যে আসা তার মাধ্য়মেও আমরা চেষ্টা করি পরবর্তীকালে কী করা যেতে পারে তার একটা ইনপুট দেওয়া। তার মাধ্য়মে বোর্ড উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। জানিয়েছেন রাজ্য মধ্য়শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায়।
বৃহস্পতিবার তিনি আসানসোল ও সংলগ্ন এলাকার একাধিক পরীক্ষাকেন্দ্রে গিয়ে গোটা পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। ছাত্রছাত্রীদের কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না সেটা তিনি খতিয়ে দেখেন। অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। তাঁর এই পরিদর্শনের অন্য়তম লক্ষ্য হল এখান থেকে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করবেন সেটা আগামী দিনে কাজে লাগানো। সেই অনুসারে তিনি ইনপুট দেবেন পর্ষদকে। সেই অনুসারে আগামী বছরগুলিতে আরও সুষ্ঠুভাবে যাতে মাধ্যমিক𝔉 পরীক্ষা হয় সেব্যাপারে সচেষ্ট হতে পারবে পর্ষদ।
﷽এদিকে পরীক্ষা যত শেষ দিকে আসতে শুরু করে ততই পরীক্ষার্থীদের অন্যরকম টেনশন শুরু হয়। আসলে সেই টেনশনটা হল পরীক্ষার ফলাফলের টেনশন। তবে সেই ফলাফল নিয়েও মুখ খুলেছেন পর্ষদ কর্তা। তিনি জানিয়েছেন, আমাদের উপর কাজের চাপ হয়তো বেড়েছে, কিন্তু মূল্যায়ন বা ফল প্রকাশ সেটা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। আগামী দিনে আলোচনা করে আমরা জানিয়ে দেব।