কোচবিহারের দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত এক ভারতীয়। এই নিয়ে বাহিনীর দাবি, নিহত ব্যক্তি বাংলাদেশি মাদক পাচারকারীদের সাহায্য করছিল। এদিকে দিনহাটার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অবশ্য অন্য দাবি করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি একজন পরিযায়ী শ্রমিক। সম্প্রতি পরিবারের সঙ্গে ইদ পালন করতে তিনি বাড়ি ফিরেছিলেন। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম জাহানুর হক, বয়স ২০ বছর। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ সীমান্তে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উত্তপ্ত স্থানীয় রাজনীতি। (আরও পড়ুন: গম্ভীর মুখে পাশাপাশি ꦛমোদী-ইউনুস, ব্যাঙ্ককে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এল বড় আপডেট)
আরও পড়ুন: ইউনুসের উ💎স্কানির আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি, এরই মাঝে 'কাজ' শুরജু ডোভালের?
এদিকে বিএসএফ অবশ্য উদয়নের দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। তারা দাবি করেছে, ৩ এপ্রিল ভোর ৫টা নাগাদ এক বিএসএফ জওয়ান দেখতে পান, সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে কিছু ঢোকানোর চেষ্টা করছে। এর জন্যে কাঁটাতারের বেড়াও পার করে পাচারকারীরা। সেই সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষা করতে সেই বিএসএফ জওয়ান গুলি চালান। সেই গুলিতেই জাহানুর হকের মৃত্যু হয়। (আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা, ওয়াকফ ইস্যুতে শাসক দল ছাড়লেন ২ নে🥀তꦺা)
আরও পড়ুন: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল, ভোররাতের ভোটভুটির ফলাফল কী𝔉?
এই ইস্যুতে বিবৃতি জারি করে বিএসএফ বলেছে, এই ঘটনায় প্রমাণতি হয় যে সীমান্তে বিএসএফ কতটা সজাগ। আমরা সীমান্ত🅘ে অবৈধ মাদক পাচার রুখতে বদ্ধপরিকর। এছাড়া ভারতের জাতীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলে, সীমান্তে এমন অন্য যেকোনও বেআইনি কর্মকাণ্ড রুখে দিতেও আমরা সর্বদা প্রস্তুত থাকি। অপরদিকে জাহানুরের মা রিনা বিবির দাবি, ছেলে পাচারের সঙ্গে যুক্ত নয়। জিরো পয়েন্টে তাদের চাষের জমি বা পাশের মাঠে হয়ত ঘুরতে গিয়েছিল ছেলে। এদিকে উদয়নের বক্তব্য, 'যে পাচারের সঙ্গে যুক্ত, সে ভিনরাজ্যে কাজ করতে কেন যাবে? কিন্তু এই ছেলেটি অন্য রাজে কাজ করত। তাকে বিএসএফ গুলি করেছে।' এদিকে এই বিষয়টি নিয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস আবার উদয়নকে তোপ দেগেছেন। তিনি বলেন, 'উদয়ন গুহ মাঝে দাবি করেন, বিএসএফ কাজ করছে না। আবার পাচারকারীকে বিএসএফ গুলি করলে তিনি এর প্রতিবাদ করেন। সীমান্তে বিএসএফের ডিউটির বিষয়টি নিয়ে রাজনীতি না করলেই ভালো।'