♊ রামনবমীতে অস্ত্র নিয়েই শোভাযাত্রা করা হবে। এই দাবি প্রকাশ্যে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তার পাল্টা কলকাতায় রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে যোগ দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এমনকী রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়া কোনও সদস্যের হাতে অস্ত্র দেখা গেলে, উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন মনোজ ভার্মা। এই খবর প্রকাশ্যে আসতেই এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। এখন দেখার, শেষ পর্যন্ত কোন পথে জল গড়ায়।
ও লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশ এই নিয়ে বৈঠকও করেছে। আর তারপর সব থানার ওসিকে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, কলকাতা শহরে ডিজে বহু আগে থেকেই নিষিদ্ধ। তাই রামনবমীর শোভাযাত্রায় ডিজে যেন বাজানো না হয় সেটা খেয়াল রাখতে হবে। আবার এই শোভাযাত্রায় বের করা যাবে না মোটরবাইক মিছিল। যদি কেউ গায়ের জোর দেখিয়ে মোটরবাইক মিছিল করার চেষ্টা করে তাহলে সেসব বাজেয়াপ্ত করা হবে। এমনকী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। মনোজ ভার্মার নির্দেশের পরই রামনবমীর মিছিল নিয়ে উদ্যোক্তাদের নির্দিষ্ট থানায় ডেকে কলকাতা হাইকোর্টের গাইডলাইন হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সাফল্য আবার কেন্দ্রীয় পুরষ্কার, বাংলাই সেরা মিলল স্বীকৃতি
কিছুদিন ধরে শহরের নানা প্রান্তে আগ্নেয়াস্ত্র–সহ পাচারকারীরা গ্রেফতার হতে শুরু করেছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারও হয়েছে। তাছাড়া আগে এই রাজ্যের নানা জায়গায় রামনবমীর শোভাযাত্রায় শিশুদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হতো। এটা একটা রেওয়াজ ছিল। ২০১৪ সালের পর থেকে দেখা যায়, রামনবমীতে সাবালকরা অস্ত্র হাতে বের হতে শুরু করেছে।🌌 তারপর তা থেকে গোলমাল অশান্তি শুরু হয়। এমনকী একবার তো গুলি পর্যন্ত চলল রামনবমীর মিছিল থেকে। সুতরাং রামনবমী উপলক্ষ্যে রাজ্যে উত্তেজনা বেড়েই চলেছে।