ইদ ও রামনবমী উপলক্ষে বিবৃতি জারি করল রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্ট সভাপতি বিমান বসু বিবৃতি জারি করেছেন। সেখানে লেখা হয়েছে, সোমবার সারা দেশের সঙ্গে এই রাজ্যেও ইদ উৎসব পালিত হবে।আবার নবরাত্রি শুরু হয়েছেএবং রামনবমী পালিত হবে। বাংলার চিরাচরিত ঐতিহ্য রক্ষা করে শান্তি ও সম্প্রীতির বাতাবরণে এই উৎসব পালনের জন্য রাজ্যের সকল অংশের মানুষের কাছে বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে।সাম্প্রদায়িক শক্তি মানুষের মধ্য়ে বিভাজনের জন্য প্ররোচনা তৈরির চেষ্টা চালাবে। এমন আশঙ্কা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। কারণ ইতিমধ্য়েই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। সমস্ত ধরনের প্ররোচনা উপেক্ষা করে সাম্প্রদায়িক ঐক্য ও সংহতি রক্ষার জন্য় জনগণের কাছে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে। সেই সঙ্গে রাজ্য প্রশাসনের কাছে বামফ্রন্টের দাবি, আগাম সতর্কতা নিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উসকানির চেষ্টা হলে কঠোর হাতে তার মোকাবিলা করতে হবে। রাজ্যের সর্বত্র বামফ্রন্ট কর্মীদের সজাগ থেকে শান্তি ও সম্প্রীতি রক𓆉্ষায় যথাযথ ভূমিকা পালন করতে হবে। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে জোটꦿবদ্ধ হতে হবে।
রাজ্য বামফ্রন্টের তরফে আরও বলা হয়েছে, বামফ্রন্ট অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে জাল ওষুধের কারবার রাজ্য়ে বিপজ্জনক পরিস্থিܫতি তৈরি করছে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই জাল ওষুধ বিক্রি ও ব্যবহৃত হচ্ছে। এর ফলে অবাঞ্চিত ও মর্মান্তিক কয়েকটি ঘটনা ঘটেও গেছে…জানিয়েছে রাজ্য বামফ্রন্ট।