বেঙ্গালুরু কামাখ্য়া সু🍃পারফাস্ট এক্সপ্রেস বেলাইন। ওড়িশার কটকের কাছে নেরগুন্দি স্টেশনের কাছে বেলাইন হল এক্সপ্রেস ট্রেন। এবার সেই ঘটনায় কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্য়াগ দাবি করছ🔜ে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে 'ওড়িশার কটকে বেঙ্গালুরু-কামাখ্য়া সুপারফাস্ট এক্সপ্রেস বেলাইন। একজন মারা গিয়েছেন।🌃 অনেকেই আহত হয়েছেন। বিকশিত ভারত আক্ষরিক অর্থেই বেলাইন𒆙 হয়ে গিয়েছে।'
তৃণমূল লিখেছে, 'যদি হাফ মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের এক আউন্সও লজ্জা থাকে তবে তাঁর পরবর্তী ঘোষণা হওয়া উচিত তাঁর ইস্তফা।' এরপরই পোস্ট করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ছবি। পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে ট্রেন থেকে নামছেন কয়েকজন যা♑ত্রী।
কীভাবে হল দুর্ঘটনা?
জানা গিয়েছে, কটক স্টেশন ছাড়ার বেশ কিছুক্ষণ পর মাঙ্গুলি এবং নেরুগুন্ডি স্টেশনের মাঝে হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে লাইনচ্যুত হয়। সূত্রের মা▨রফত জানা যাচ্ছে প্রায় দশটি কামরা রেললাইন✃ থেকে নেমে যায়। বি ৪ থেকে বিফ ১৪ পর্যন্ত লাইনচ্যুত হয়েছিল।আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন।
ট্রেন দুর্ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর। নাম শুভঙ্কর রায়। ২২ বছর বয়স🐭ি ওই তরুণের বাড়ি আলিপুরদুয়ারে। তিনি স্টিল কারখানায় কাজ করতেন। মায়ের হার্টের সমস্যা ছিল। সেকারণে তিনি মাকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিলেন। আর সেই ট্রেনেই মর্মান্তিক পরিণতি হল তাঁর।