বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ram Navami Kolkata Traffic Restriction: রামনবমীতে কোন কোন গাড়ি চলতে পারবে না? যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের
আগামী শনিবার (৬ এপ্রিল) রামনবমী পড়েছে। আর রামনবমীর জন্য সেদিন কলকাতায় যান চলাচলের উপরে আংশিকভাবে বিধিনিষেধ জারি করা♐ হল।
রামনবমীর জন্য যান চলাচলে কী নিয়ন্ত্রণ করা হয়েছে?
১) শনিবার বেলা ১২ টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তবে সেই বিধিনিষেধের আওতায় থাকছে না এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, ত⛎েল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি। অর্থাৎ ওই গাড়িগুলি চলতে পারবে।
২) ডিউটিরত ট্র🐠্যাফিক পুলিশ যদি প্রয়োজন মনে করেন, তাহলে শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন বা বন্ধ রাখতে পার♎েন বা গাড়ি ঘুরিয়ে দিতে পারেন।
৩) যদি ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ মনে করেন, তাহলে ফিডার রোড বা অন্যান্য রোডেও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে🧸 পারেন।
(বিস্তারিত পরে আসছে)
বাংলার মুখ খবর