রামনবমীর আগে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। আর তাতেই গ্রাম বা⛄ংলা থেকে শুরু করে শহরে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার হতে শুরু করেছে দুষ্কৃতীরা। রাজ্য 🍷পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অপারেশনে নেমেছে। আর তারপর থেকেই আগ্নেয়াস্ত্র–সহ দুষ্কৃতীরা ধরা পড়ছে। রামনবমীতে হিংসার বাতাবরণ ছড়িয়ে দিতেই এইসব অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে। এবার গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রিষড়া থানার পুলিশ হানা দেয় রিষড়া মোড়পুকুর ঝিলপাড় এলাকায়। সেখান থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ–সহ গ্রেফতার করে কুখ্যাত গ্যাংস্টার গৌরীশংকর বারিকে।
এদিকে ধৃত গৌরীশংকর বারির আর একটি ছদ্মনাম আছে। সেটি হল—সনু রমেশ। এই নামকরণের কারণ হল, গ্রেফতার হওয়া গৌরীশংকর বারি আসলে রমেশ মাহাতো গ্যাংয়ের সদস্য। তাই এমন নামকরণ। এই রমেশ মাহাতো গ্যাং নাশকতার কাজ করে থাকে। গ্যাংস্টার গৌরীশংকরের দায়িত্ব ছিল হুগলি জেলায় রামনবমীর দিন নাশকতা করা। কিন্তু সেটা আর সম্ভব হল না। এই গৌরীশংকর ইদানিং বেশ কয়েকটি জেলায় অস্ত্র পাচার করেছে বলে 𓃲পুলিশ খবর পেয়েছে। এখন তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ে দক্ষিণ দিনাজপুরেই ৫৮১ জন চাকরিহারা, শিকেয় উঠবে পঠনপাঠন
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত গৌরীশংকর বারির পিছনে আরও মাথা আছে। তাদের সঙ্গে মিলে এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। হুগলি জেলায় আগেও রামনবমীর দিন হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। এবার তা করার পরিকল্পনাতেই জড়ো হচ্ছিল রমেশ মাহাতো গ্যাংয়ের দুষ্কৃতীরা। এরা কোথায় কোথায় নাশকতা করার পরিকল্পনা করেছিল জেরা করে সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। এই গ্যাংকে টাকা কে সরবরাহ করছে? কোনও রাজনৈতিক দল পিছন থেকে মদত দিচ্ছে কি? এইসব প্রশ্নের উত্তর খোঁজা চলছে। আগামীকাল শুক্রবার শꦚ্রীরামপুর আদালতে তোলা হবে।
এছাড়া রামনবমীর শোভাযাত্রা চন্দননগর কমিশনারেট এলাকায় যে রুট দিয়ে যাবে তার মধ্যে রয়েছে উত্তরপাড়ার রিষড়া। এখানে পুলিশ বাড়তি নজর রাখছে। কারণ গৌরী ধরা পড়লেও তার সাঙ্গপাঙ্গরা রয়ে গিয়েছে বলে পুলিশ মনে করছে। তাই চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে দু’দিন আগে মোটরবাইকে চেপে টহল দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসাররা। সব জায়গায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে বলে তিনি জানিয়েছেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট করে দিয়েছেন, অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না। আর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরꦅকার এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন।