বেলডাঙায় হিন্দু বিরোধী হিংসা নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে ব💎লে দাবি করে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বেলডাঙায় কোনও সনাতনী পুজো কমিটি এজিনিস করতে পারে না।’
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্মীদের, চুঁচুড়া শহর ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবাত🐈ি
পড়তে থাকুন - যౠৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
বেলডাঙায় কার্তিক পুজোর আলোকসজ্জায় আপত্তিকর শব্দ লেখায় শুক্রবার রাতে সেখানে♔ হিন্দুদের বাড়ি, দোকান ও মন্দিরে ব্যাপক হামলা হয় বলে অভিযোগ। তার পর থেকে বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। জারি রয়েছে ১৬৩ ধারা।
এদিন কল🗹কাতায় দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘বেলডাঙায় যা চলছে তাতে হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার প্রকৃষ্ঠ উদাহরণ। বেলডাঙায় কোনও সনাতনী পুজো কমিটি এজিনিস করতে পারে না। বেলডাঙাসহ মুর্শিদাবাদে এখন সনাতনী হিন্দুদের সংখ্যা কমতে কমতে ২𒅌০ – ২২ শতাংশে এসে গেছে। যেখানে গরিষ্ঠ সংখ্যায় সনাতনীরা রয়েছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না। আর ওখানে তো প্রশ্নই নেই। কে বা কারা করেছে তা কলকাতা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বাধীন কমিটিকে দিয়ে তদন্ত করানোর দাবি করি। হিন্দুরা কেন PFI সিমির হাতে অস্ত্র তুলে দেবে? এর তদন্ত দরকার।'
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, সমস্যা আরও অনেক, মমত༺ার সঙ্গে দেখ♌া করতে নবান্নে হাজির সমিরুল!
শুভেন্দুাবুর দাবি, 'যারা আগুন লাগানোর জไন্য লোক জড়ো করেছেন তাদের গ্রেফতার করা হোক। আর এই ঘটনায় পিএফআই বা সিমি জড়িত আছে কি না তা দেখতে NIAকে ঘটনার তদন্তভার দেওয়া হোক। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 🌠টু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।’