꧒ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট বহাল রাখল হাইকোর্টের রায়। ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্টের রায়ে। এই খবর কলকাতায় পৌঁছোনোর পরেই কান্নায় ভেঙে পড়েন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
🌺 ৬ বছর ধরে যাঁরা চাকরি করছেন, তাঁদের অনেকেই আর চাকরি করতে পারবেন না। যাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, তাঁদেরও চাকরি ফিরে পেতে আবার বসতে হবে পরীক্ষায়। এই ঘটনায় ভেঙে পড়েছেন অনেকেই।
ꦉ বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের কর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেককেই। কেউ কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘দুর্নীতি না করেও দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিতে হল। আমরা সৎ ভাবেই চাকরি পেয়েছিলাম। তাহলে আমাদের চাকরি বাতিল হল কেন?’ কারও বক্তব্য, ‘আমাদেরও পরিবার আছে। তাদের ভবিষ্য কী হবে? আমাদের কলঙ্কিত করা হল।’
(আরও পড়ুন: ♒‘জালিয়াতি আর প্রতারণা করে নিয়োগ…’, ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের সুপ্রিম রায়ে বার্তা CJIর-Report)
🌳 এর ঘটনায় কেউ কেউ একেবারে চুপ করে গিয়েছেন। একটা ই কথা বলতে পারছেন, ‘কিছু বলার মতো অবস্থায় নেই।’ কারও কারও মানসিক অবস্থা আরও খারাপ। ক্যামেরার সামনে কাউকে বলতে শোনা গেল, ‘এর থেকে বলতে পারত যে, আপনারা সুইসাইড করে নিন, আমরা কিছু করতে পারছি না। সেটাও এর থেকে ভালো হত।’ কারও প্রশ্ন, ‘যোগ্যতার বিচারেই চাকরি পেয়েছিলাম। আমাদের পথে বসতে হল। এটা কীভাবে ঐতিহাসিক রায় হতে পারে?’ সব মিলিয়ে শোকের পরিস্থিতি এই সব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে।