নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর আজ চাকরি গেল। আর তা নিয়ে সরগরম হয়ে যায় রাজ্য–রাজনীতি। এই রায়ের পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, এমনই রꦿায় হওয়াই উচিত। তাহলে সমা✱জ থেকে দুর্নীতি মুক্ত হবে। আর এই সূত্র ধরেই এবার সিপিএমের বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও যোগ্য–অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। সেখানে আজ এই রায়ের পর শিক্ষকমহলে হাহাকার পড়ে গিয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরই আইনজ🍰ীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি। এই রায়ের নেপথ্যে সিপিএম–বিজেপির খেলা আছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলে𒉰ন, ‘বিকাশবাবু কেস করেছিলেন। তাঁর জন্যই আজ এতগুলি চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী। কেন যে এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না জানি না। আমি ভাবছি, একটা রেকমেন্ডেশন করব।’
আরও পড়ুন: ২৬ হাজারের চাকরি বাতিলের দিনই জামিন চাইলেন পার্থ, যে কোনও শর্তে দিতে আবেদন
অন্যদিকে ২০১৬ এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে সওয়াল করেছিলেন বিকাশবাবু। ওই মামলায় ২০২৪ সালে পুরো প্যানেলটাই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 🧔‘শুধু ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হল বললে ভুল হবে। কারণ,𓆏 এঁদের সঙ্গে কয়েক লক্ষ পরিবার জড়িত। মনে রাখবেন, তাঁরা অচল হয়ে গেলে বিজেপি–সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে। আর এসবের জবাব আপনারা পাবেন।’