Viral News: সম্প্রতি বাবাকে হারিয়েছেন নাতাশা। ব্রিটেননিবাসী নাতাশা এমিনি বাবার কৃতকর্ম করে ব🧸াড়ি নিয়ে আসেন তাঁর দেহভস্ম। এনে সেটি রাখা হয়েছিল একটি টেবিলের উপর। কিন্তু কিছুক🤡্ষণ পরেই দেখা যায় সেই পাত্রটি শূন্য। এদিক ওদিক তাকাতেই দেখতে পান তার পুত্রের কীর্তি। ছেলের এই কর্মকাণ্ডে রীতিমতো অবাক নাতাশা। সম্প্রতি সেই ভিডিয়োই রেকর্ড করে তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যায়, সারা গায়ে সাদা ছাই মেখেছে ছোট্ট খুদে। নাতাশার দাবি, ওই ছোট্ট পাত্র থেকে ছাই তুলে প্রথমে খেয়েছে তার দুষ্টু ছেলে। তার পর সেই ছাই এদিক ওদিক ছড়িয়েছে। ভিডিয়োতে দেখা যায়𒉰, সোফাতেও পড়ে আছে ছাই।
ভাইরাল ভিডিয়ো দেখে অবশ্য কেউ কেউ মাকেও বকুনি দিয়েছেন। বাচ্চার হাতের কাছে এসব রাখা উচিত নয়, এমন পরামর্শ এসেছে। আবার কেউ হাসির ইমোজি দিয়ে লিখেছেন, বাচ্চা তো, এমনটা ত♊ো করবেই!