বুধবার ৫৭টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ১৬টি দেশকে এবার খানিক স্বস্তি দিলেন তিনি। স্বস্তি পাওয়া দেশগুলির তালিকায় নাম আছে ভারত, পাকিস্তানেরও। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত পারস্পরিক শুল্ক ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করেছেন। এর আগে বুধবার হোয়াইট হাউস সরকারি নথিতে ভারতের ওপর ২৭ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়েছিল। তবে চিনকে কোনও ছাড় দেওয়া হয়নি। বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 🐓অবশেষে পেলেন সাক্ষাৎ, মোদীর সাথে হাত মিলিয়ে মুখে হাসি ইউনুসের, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: ❀১০ দিন আগে হয় বাগদান, নিজের প্রাণ দিয়ে কো-পাইলট ও আরও অনেককে বাঁচালেন IAF পাইলট
বুধবার এই রেসিপ্রোকাল শুল্ক ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে হোয়াইট হাউজের নথিতে ভারতকে ২৭ শতাংশ শুল্কের তালিকায় রাখা হয়েছিল। বৃহস্পতিবার, ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আমেরিকা ভারতের উপর ২৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছে। পরে হোয়াইট হাউজের নথিতেও পরিবর্তন এনে ভারত-সহ ১৬টি দেশকে খানিক স্বস্তি দেওয়া হয়। (আরও পড়ুন: 🌠ওয়াকফ সংশোধনী নিয়ে সংসদে জয়, তবে বিজেপির সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা)
আরও পড়ুন: 🧔বিদ্রোহ-অভ্যুত্থানের চেষ্টার মাঝে প্রতিবেশী দেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠকে মোদী
♛শুক্রবার হোয়াইট হাউসের প্রকাশিত নথি অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার শুল্ক ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বতসোয়ানার পারস্পরিক শুল্ক ৩৮ শতাংশ থেকে কমিয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। একইভাবে ক্যামেরুন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, মালাউই, মিয়ানমার, নিকারাগুয়া, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও ভানুয়াতুতেও এক শতাংশের ছাড় দেওয়া হয়েছে। পাকিস্তানের পারস্পরিক শুল্কও ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৯ শতাংশ করা হয়েছে।
🧜এদিকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কম্বোডিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৯ শতাংশের শুল্ক ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ৫০ বছর ধরে প্রতারণার শিকার হয়েছে, কিন্তু এটা চলতে পারে না। ভারত প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর ভালো বন্ধু। তবে ভারত নাকি আমেরিকার সঙ্গে যথাযথ আচরণ করছে না। তিনি বলেছিলেন, তারা আমাদের কাছ থেকে ৫২ শতাংশ চার্জ নেয় এবং সে তুলনায় আমরা কিছুই নিচ্ছি না।
🦹আমেরিকার বিরুদ্ধে এবার পালটা পদক্ষেপের পথে হাঁটল প্রতিবেশী কানাডা। সেই দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করলেন, মার্কিন গাড়ি আমদানির ওপরে এবার থেকে ২৫ শতাংশ শুল্ক বসাবে কানাডা। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবার আমেরিকায় বিনিয়োগ বন্ধের ডাক দিয়েছেন। এই আবহে বিশ্ব বাণিজ্য যুদ্ধের সূচনা হতে চলেছে বলে আশঙ্কা অনেকেরই।