🃏 বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ল্যাজেগোবরে হয় পাকিস্তান। একটি ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিলেও চারটি ম্যাচে কার্যত কিউয়িদের কাছে আত্মসমর্প করে পাক দল। এবার বাবর-রিজওয়ানরা দলের সঙ্গে যোগ দিলেও ওয়ান ডে সিরিজের শুরুতে ছবিটা বদলাল না মোটেও। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে উড়িয়ে দেয় নিউজিল্যান্ড।
﷽ শনিবার নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে নিউজিল্যান্ড ও পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৪৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সৌজন্যে মার্ক চাপম্যানের দুর্দান্ত শতরান। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন ডারিল মিচেল ও মহম্মদ আব্বাস।
দাপুটে শতরান চাপম্যানের
🅠চাপম্যান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৯৪ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৪টি ছক্কার। শেষমেশ ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৩২ রান করে মাঠ ছাড়েন চাপম্যান। ডারিল মিচেল ৭৬ রান করে আউট হন। ৮৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
꧑আরও পড়ুন:- CSK vs RCB IPL 2025: উপরে ব্যাট করো, ধোনিকে একথা বলার হিম্মত নেই CSK কোচেদের, কটাক্ষ মনোজ তিওয়ারির
൲ এছাড়া অভিষেককারী মহম্মদ আব্বাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ওয়ান ডে অভিষেকে দ্রুততম হাফ-সেঞ্চুরির (২৪ বলে) রেকর্ড গড়েন। বাকিরা কেউই বলার মতো রান পাননি। ক্যাপ্টেন ব্রেসওয়েল ৯ রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নিলেও ৫ ওভারে ৫১ রান খরচ করেন ইরফান খান। ১০ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট নেন হ্যারিস রউফ।
💝আরও পড়ুন:- CSK vs RCB IPL 2025: ধোনি কি এখন টেল-এন্ডার? নীচে ব্যাট করতে নামার কারণ নিজেই জানিয়েছেন মাহি
▨ পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান কোনও সময়েই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। তারা শেষমেশ ৪৪.১ ওভারে ২৭১ রানে অল-আউট হয়ে যায়। ৭৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। পাকিস্তান হারায় ব্যর্থ হয় বাবর আজম ও সলমন আঘার জোড়া হাফ-সেঞ্চুরি।
ব্যর্থ হয় বাবর-সলমনের লড়াই
𒐪বাবর আজম ৮৩ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। সলমন আঘা ৪৮ বলে ৫৮ রান করেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। আবদুল্লা শফিক ৩৬, উসমান খান ৩৯ ও ক্যাপ্টেন রিজওয়ান ৩০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
🐽আরও পড়ুন:- Fleming On Chepauk Pitch: ৪ স্পিনার নামিয়ে দেবে, এটা সেই চিপক নয়, CSK কোনও হোম অ্যাডভান্টেজ পায় না, দাবি কোচ ফ্লেমিংয়ের
𒐪 নিউজিল্যান্ডের হয়ে ৬০ রান খরচ করে ৪টি উইকেট নেন ন্যাথন স্মিথ। ৫৭ রানে ২টি উইকেট নেন জেকব ডাফি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মার্ক চাপম্যান।