শুক্রবার 🌳চিপকে আরসিবির বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে নামেন, ততক্ষণে ম্যাচ চেন্নাই সুপার কিংসের নাগালের বাইরে চলে গিয়েছে। স্যাম কারান, শিবম দুবে, রবীন্দ্র জাদেজাদের তো বটেই, এমনকি রবিচন্দ্রন অশ্বিনকেও নিজের থেকে উপরে ব্যাট করতে পাঠান ধোনি। শেষে কার্যত টেল এন্ডার হিসেবে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন মাহি।
রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই আরসিবির কাছে শেষমেশ ৫০ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে চেন্🌳নাই। ♛তবে তারা ২০ ওভারে মাত্র ১৪৬ রান সংগ্রহ করে।
ধোনির ব্যাটিং অর্ডারের এত নীচে খেলতে নামার সিদ্ধান্তে খুশি নন ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলছেন যে, ধোনি যখন এমন বিধ্বংসী মেজাজে ব্যাট করতে পারছেন, তখন দলের প্রয়োজনের ꦍসময় তিনি কেন উপরের দিকে ব্যাট ಌকরতে এলেন না? এই প্রসঙ্গে নিজের হতাশা প্রকাশ করেছেন মনোজ তিওয়ারিও। জাতীয় দলের প্রাক্তন তারকা তথা প্রাক্তন বাংলা দলনায়ক ক্রিকবাজের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানান যে, চেন্নাইয়ে ধোনির সিদ্ধান্তই শেষ কথা। ভুল হচ্ছে জেনেও ধোনির সিদ্ধান্তের বিরোধিতা করার সৎ সাহস নেই কোচির স্টাফদেরও।
'তোমরা তো জেতার জন্য খেলছো নাকি!'
তিওয়ারি বলেন, ‘ধোনির মতো একজন ব্যাটসম্যান, যে কিনা ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকে, কেন উপরের দিকে ব্যাট করবে না, সেটাই আমার মাথায়𝔉 ঢুকছে না। তোমরা তো ম্যাচ জেতার জন্য খেলছো নাকি!’
মনোজ পরক্ষণেই বলেন, ‘১৬ বলে ৩০ রান। চেন্নাইয়ের সব ব্যাটসম্যানের মধ্যে🧜 ওর স্ট্রাইক-রেট সব থেকে বেশি। যদি তুমি জানো যে তুমি এমনটা করতে পারো, তাহলে তোমার উপরে🐼র দিকে ব্যাট করে ম্যাচ জেতানোর কথা ভাবা উচিত। আমি শুধু অনুরোধ করবো যে, ধোনি জনসমক্ষে এসে সবাইকে জানাক, কেন ও এত লোয়ার অর্ডারে ব্যাট করছে। আমরা সবাই ছবিটা দেখেছি। ধোনি ব্যাট করতে মাঠে নামার সময় দর্শকরা নাচছিল। দর্শকরা তো ওকে ব্যাট করতে দেখতে আসে।’
শেষে একটু কড়া ভাষায় তিওয়ারি বলে, ‘চেন্নাইয়ের কোচিং স্টাফেদের ধোনিকে উপরের দিকে ব্যাট করতে বলার হিম্মত নেই। আমার মনে হয় ওরা কখনই ধোনিকে এটা বলতে পারবে না। ধোনি একবার সিদ্ধ🌌ান্ত নিয়ে ফেললে, সেটাই শেষ কথা।’