ভারতীয় ক্রিকেটের এই মূহূর্তের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেটারের নাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই তারকাই সম্প্রতি দেশকে ব্যাক টু ব্যাক তিনটি আইসিসি সিমিত ওভারের ইভেন্টের ফাইনালে তুলেছেন। এছাড়াও তাঁরা দলকে শেষ দুই আইসিসির ইভেন্টেই চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত♛ীয় দল।
IPL 2025 KKR vs RCB Live - ইডেনে হার ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের,꧂ ৭ উইকেটে জিতল RCB
আর মার্চ মাসে আইপিএল শুরু হচ্ছে না মানেই স্বাভাবিকভাবেই কܫ্রিকেটারদের গ্রেডেশনের সময়ও এগিয়ে আসছে। গতবার বিসিসিআইয়ের গ্রেডেশন পে বা কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ইষান কিশান। দুই ক্রিকেটার বোর্ডের নিয়মকে তোয়াক্কা না করে ঘরোয়া ক্রিকেট খেলায় অনিচ্ছা প্রকাশ করায়, বোর্ডও তাঁদের শাস্তি দিয়েছিল। ইশান সেই চুক্তিতে এবছর হয়ত ফিরবেন না, তবে শ্রেয়স ফিরছেন🌺ই।
সবার নজর বিরাট - রোহিতে
তবে শ্রেয়স, ইশান বা অন্য কোনও নতুন ক্রিকেট⭕ার বোর্ডের এই কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেল কিনা সেই নিয়ে মাথা ব্যথা নেই খুব বেশি মানুষের। সবার নজরই এবছরে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র 𝔍জাদেজার দিকে। বিসিসিআইয়ের কর্তারাও এই তিন ক্রিকেটারের গ্রেড নির্ধারণ করতে গিয়ে পড়েছেন মহা সমস্যায়। কারণ বিসিসিআইয়ের অন্দরেই তাঁদের গ্রেডেশন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে।
এ প্লাস গ্রেড দিতে চাইছে না বোর্ডের একাংশ
আসলে ভারতীয় দলকে গতবার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা একসঙ্গে তিনজনে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকে অবসর নেন। ফলত তাঁরা এখন স্রেফ দুই ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকে🤡ট খেলছে। এবার বিসিসিআইয়ের কর্তারাই দোটানায় পড়ে গেছেন রোহিত-বিরাটদের গ্রেড কত দেওয়া হবে। কারণ এতদিন তাঁরা ছিলেন এ প্লাস গ্রেডে, যেখানে এই তিন ক্রিকেটারের সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহও। তবে বুমরাহ বাদে বাকি তিন ক্রিকেটার যেহেতু সব ফরম্যাটে খেলছেন না, তাই তাঁদের সেরা গ্রেড পের মধ্যে রাখতে চাইছে না বিসিসিআইয়ের এক মহল। তাঁদের যুক্তি, এক্ষেত্রে বাকিদের কাছে খারাপ বার্তা যাবে।
রোহিতদের পক্ষেও রয়েছে একাংশ
এবার আরেকমহল চাইছেন ভারতীয় ক্রিকেটে তিন সেরা তারকা কোনও ডিমোশন দিয়ে নিম্ন গ্রেডে না আনতে, কারণ তাঁরা তিনজনেই ভারতের ওডিআই এবং টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্যই শুধু নয়, পরপর দুটি আইসিসির ইভেন্ট জয়ের কারিগর। যেমন ২০২৪ টি২০ বিশ্বকাপ ফাইনালে বিরাট ম্যান অফ দ্য ম্যাচ হন, আবার এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ফাইনালে ম্যাচে💖র সেরার পুরস্কার পান। এক্ষেত্রে বোর্ড ঠিক কি পন্থা গ্রহণ করেন, এবং শেষ পর্যন্ত গৌতম গম্ভীরের পাল্লা কোন দিকে ভারি থাকে তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মত ক্রিকেটমহলের।