বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দল খারাপ পারফরমেন্স করলেও সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের টেস্ট ব্যর্থতা অনেকটাই ঢাকা পড়ে গেছে। সামনে আইপি🎐এল রয়েছে, তাই নিউজিল্যান্ড সিরিজে হারও একটু অস্তাচলে চলে যাবে। তবে আইপিএল শেষের পরই রয়েছে টিম ইন্ডিয়ার পরের বড় সফর ইংল্যান্ডে, পাঁচ ম্যাচে𓂃র টেস্ট সিরিজ। সেখানে হারলেই ফের চাপ বাড়বে বিরাটদের।
এমনিতেই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতীয় দল ছিটকে গেছে। গতবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় দল ফাইনালে যাওয়ার দাবিদার হলেও নিউজꦦিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি টেস্টের মধ্যে ৬টিতেই হেরে ভারতীয় দল ছিটকে যায়। ফলে পরের WTCকে যদি টার্গেট করতে হয়, তাহলে ইংল্যান্ডে গিয়ে সিরিজ হারা চলবে না ভারতের। এরই মধ্যে এবার ভারতীয় দলকে হুঙ্কার দিয়ে রাখলেন ইংরেজ ওপেনার।
ইংল্যান্ডের পারফরমেন্স ভালো নয় ভারতের
এখনও পর্যন্ত ইংল্যান্ড সফরে ভারতীয় দল গেছে ১৯বার। ১৯৩২ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র তিনবার সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে ২০০৭ সালে শেষবার ভারত ইংল্যান্ডে সিরিজ জেতে। ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া সির🍌িজ ২-১ ফলে এগিয়ে থেকে দেশে ♛ফিরেছিল, শেষ টেস্টটি তখনকার মতো পিছিয়ে যায় ভারতীয় দলে কোভিডের ছায়া দেখা দেওয়ায়। এরপরের বছর সেই টেস্টটি অনুষ্ঠিত হলে ভারত হেরে যায়।
India vs Maldives FIFA F🦹riendly Live- অবসর ভেঙে ফিরেই গোল সুনীলের,৩-০ জিত🌺ল ভারত
ভারতকে হুঙ্কার ইংরেজ তারকার
ফের ২০২৫ সালের জুন মাসে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়𒆙া। পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রাখলেন ইংরেজ ওপেনার বেন ডাকেট। তিনি সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কেড়েছিলেন শতরান করে। তিনি বলছেন, ‘ভারতের মাটিতে ভারতের খেলা আর বিদেশের মাটিতে ভারতের খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।🀅 আমার মনে হয় ভারতীয় দলকে আমরা হারাতে পারব, খুবই উত্তেজনাপূর্ণ এবং ভালো সিরিজ হবে ’।
শামিকেও গুরুত্ব দিচ্ছেন বুমরাহ
এরপরই বাঁহাতি এই ওপেনার দাবি করে বসেছেন শামি-বুমরꦉাহকে খেলা তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। তিনি বলছেন, ‘আমি আগেও বুমরাহকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলেছি, তাই আমি জানি ও কি করতে চলেছে। আর যেটা ভালো জিনিস সেটা হচ্ছে,🉐 বুমরাহর মধ্যে কি কি স্কিল রয়েছে সবই আমার জানা। বিষয়টা বেশ চ্যালেঞ্জিং হবে। মহম্মদ শামির লাল বলের ক্রিকেটে বোলিংও বুমরাহর মতোই ভয়ঙ্কর। তবে ওপেনিং স্পেলে যদি আমি ঠিকঠাক কাটিয়ে দিতে পারি, তাহলে পরের দিকে রান আসতেই থাকবে ’।
শামি-বুমরাহকে আগে সামলেছেন ডাকেট
২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজে বুমরাহ একবারই ইংল্যান্ডের ডাকেটের উইকেট পান, যদিও তিনি গোটা সিরিজে ১৯টি উইকেট নিয়েছিলেন। সেই সিরি🎶জে বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন, করেন ৩৪৩রান। এর মধ্যে ৬৩ রানই ♌তিনি করেছেন বুমরাহর বোলিংয়ের বিরুদ্ধে। শামির বিরুদ্ধেও ডাকেট খেলেছেন ২০১৬-১৭ মরশুমে।