আইপিএল ২০২৫-এর প্রথম তিন ম্যাচের 💖জন্য রাজস্থান রয়্যালসের ব্যাটার রিয়ান পরাগকে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল। এখনও পর্যন্ত হাতের চোট কাটিয়ে পুরোপুরি ফিট নন তাঁদের পারমানেন্ট অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরে না আসা পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অসমের ছেলে রিয়ানকে। জানা যাচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে সঞ্জুর কোনও অসুবিধা না থাকলেও হাতের চোট নিয়ে উইকেটকিপিং করা সম্ভব না তাঁর। সেই কারণেই তিনি আইপিএলের প্রথম তিন ম্♛যাচে খেলবেন ব্যাটার হিসেবে, সম্ভবত করবেন না ফিল্ডিং। কারণ ক্য়াচ নিতে গিয়ে হাতে ফের চোট লাগতে পারে তাঁর। সেই কারণেই রিয়ানে ভরসা রাখল আরআর ব্রিগেড।
রাজস্থানের অধিনায়ক রিয়ান
রাজস্থান রয়্যালস শিবির তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘোষণা করে। তারা একটি টিম মিটিংয়ে পরাগকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার ভিডিওটি শেয়ার করেছে। আসলে রিয়ান পরাগ এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন আগে থেকেই আর তিনি নিজে জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পাশাপ꧋াশি গতবার আইপিএলে🌺 ভালো পারফরমেন্সও করেন।
গতবার ৫৭৩ রান করেন রিয়ান
২০১৯ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল কেরিয়ার শুরু করার পর এই প্রথম রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। অসামের ডানহাতি ব্যাটারও কয়েক মাস আগে চোটের কবলে পড়েছিলেন, যদিও এখন তিনি ফ🐠ুল ফিট। প্রথম পাঁচ মরশুমে ব্যাট হাতে খারাপ পারফরম্যান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রিয়ান, তবে গত বছর লিগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি, সেই সুবাদেই জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর সামনে। রাজস্থানের হয়ে ১৬ ম্যাচেౠ গতবার ১৪৯.৩ স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেন তিনি।
উইকেটের পিছনে থাকছেন জুরেল
আঙুলের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর চলতি সপ্তাহের শুরুতে রয়্যালসে যোগ দেন স্যামসন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাম শেষ করা ৩০ বছর বয়সী এই ক্রিকেটার সোমবার রয়্যালসের প্রথম অনুশীলন সেশনেও অংশ নিয়েছিলেন। ইংল্যান্🐼ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন জোফ্রা আর্চারের বাউন্সারের আঘাতে চোট পেয়েছিলেন স্যামসন। চোটের পর আঙুলের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। আপাতত স্টাম্পের পিছনে ফেরা হচ্ছে না তাঁর। পরিবর্তে সেই দায়িত্ব সামলাবেন ধ্রুব জুরেল। ২৩ মার্চ হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে রাজস্থান।