টিম ইন্ডিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তি শীঘ্রই প্রকাশ করতে পারে বিসিসিআই। এবারের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সকলের বাড়তি আগ্রহ রয়েছে, কারণ এতে অনেক পরিবর্তন হতে 🎐পারে। আসলে অনেক বড় নাম হয় ক্রিকেট ছেড়ে ♎দিয়েছে বা এক বা অন্য ফর্ম্যাট থেকে অবসর নিয়েছে। যে কারণে বেশ কিছু পরিবর্ত তো হবেই। আবার কিছু খেলোয়াড় আছেন, যাঁরা কোনও ফরম্যাটে খেলছেন না কিন্তু চুক্তির আওতায় আছেন। বিসিসিআই সেই খেলোয়াড়দের বাদ দিয়ে কিছু নতুন মুখকে সুযোগ দিতে পারে।
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী ꦗশ্꧟রেয়স
যে সব প্লেয়ারদের অন্তত ২ কোটি টাকা ক্ষতি হতে পারে
বিসিসিআই কর্তৃক জারি করা টিম ইন্ডিয়ার কেন্দ্রীয় চুক﷽্তিতে, খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড এ প্লাস, গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি। পুরনো কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস গ্রেডে ছিলেন ৪ জন খেলোয়াড়। এই গ্রেডে সেই সমস্ত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়াতে সক্রিয়। এই গ্রেডে ছিলেন জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও রবীন্দ্র জাদেজা। তবে রোহিত, কোহলি এবং জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই বিসিসিআই তাদের গ্রেড পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারে। এমনটা হলে তাঁদের তিন জনকেই অন্তত ২ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সিরাজেরও ক্ষতি হতে পারে
রোহিত-বিরাট-জাদেজা ছাড়াও নতুন কেন্দ্রীয় চুক্তিতে মহম্মদ সিরাজের গ্রেডও কমানো হতে পারে। তিনি বর্তমানে এ গ্রেডে রয়েছেন। তবে, নতুন চুক্তিতে তিনি এই গ্রেড বজায় রাখতে পারবেন বলে মনে হচ্ছে না। বিসিসিআই তাঁকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে দিতে পারে। অর্থাৎ, এমনটা হলে তাঁরও ২ কোটি টাকার ক্ষতি হতে পারে। যেখানে এ গ্রেডের খেলোয়াড়রা পান ৫ কোটি টাকা। গ্রেড বি-তে বার্ষিক ৩ কোটি টাকা দেওয়ার বিধা𝔍ন রয়েছে, আর গ্রেড সি-তে থাকা খেলোয়াড়রা পান ১ কোটি টাকা। এখন যদি রোহিত, বির♛াট, জাদেজাকে গ্রেড এ প্লাস থেকে এ গ্রেডে স্থানান্তরিত করা হয়, তবে নতুন কেন্দ্রীয় চুক্তির অধীনে তাঁরা ৭ কোটি টাকার পরিবর্তে মাত্র ৫ কোটি টাকা পাবে। মানে ২ কোটি টাকা কম পাবেন।
কারা নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন, আর কারা ছিটকে যেতে পারেন?
এখন প্রশ্ন হল, নতুন কেন্দ্রীয় চুক্তিতে কারা লটারি পাবেন, আর কোন প্লেয়াররা ছিটকে যাবেন! বিসিꩵসিআই যে খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার কথা ভাবতে পারে, তাঁদের মধ্যে থাকতে পারেন রজত পতিদার, কেএস ভারত, জিতেশ শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খানের মতো খেলোয়াড়দের নাম। এর মধ্যে অবসরের কারণে নতুন বার্ষিক চুক্তির বাইরে চলে যেতে পারেন অশ্বিন। একই সঙ্গে বাকি খেলোয়াড়দের কোনও ফরম্যাটে জায়গা না পাওয়াটা তাঁদের ছিটকে যাওয়ার কারণ হতে পারে। এর মধ্যে অশ্বিন ছাড়া বাকি সব খেলোয়াড়ই সি গ্রেডের।
এদিকে বিসিসিআই শ্রেয়স আইয়ারকে চুক্তিতে আনতে পারে। গত বার শৃঙ্খলা ভাঙার অভিযোগে, শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে বের করে দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ার ছাড়াও, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার নতুন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলে মনে হচ্𝓰ছে।