ক্রিকেট ফরম্যাটের পরিবর্তন, ভারত অধিনায়ক রোহিত শর্মার ভাগ্যেরও পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার অত্যন্ত খারাপ টেস্ট সফরের পর, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে সেঞ্চুরি করে রোহিত রানের মধ্যে ফিরেছেন। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৬ বলে ৪১ রান করে তিনি তাঁর শুরুটা ই🅠তিবাচক ভাবে করেছেনꦰ। তবে তিনি বড় স্কোর করতে পারেননি, কিন্তু তাঁর ৪১ রানের ইনিংস ভারতের রান তাড়া করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়ে কাকে ফ্লাইং কিস দিয়েছিলেন শামি? রাখঢাক না করে নিজেই না🍌ম জানালেন তারকা পেসার
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে এটা স্পষ্ট যে, রোহিত পাওয়ারপ্লে-কে সর্বাধিক ভাবে কাজে লাগানোর জন্য রোহিত তাঁর খেলার পরিবর্তন এনেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ধারা বজায় রেখেছেন তিনি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের মতোই, রোহিত যদি বেশ কিছুক্🦩ষণ ক্রিজে থাকতে পারেন, তবে তিনি অল্প সময়েই বড় রান পেতে পারেন। দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, ভারতের প্রꩲাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং বলেছেন, ৬০ বলে সেঞ্চুরি করার ক্ষমতা রয়েছে ভারত অধিনায়কের।
আরও পড়ুন: গিলের𓆉 শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি বলি দেন কেএল, যদি হার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
JioHotstar-এ Greatest Rivalry Returns-এর একটি এপিসোডে যুবি বলেছেন, ‘ফর্মে থাকলে ও ৬০ বলে সেঞ্চুরি করতে পারে। এটাই ওর গুণ- একবার ও মারতে শুরু করলে, ও শুধু চার হাঁকায় না, ও ছক্কা হাঁকিয়ে বল বাউন্ডারি লাইন পার করিয়ে দেয়। শর্ট বলের অন্যতম সেরা খেলোয়াড়ও ও। এমন কী যদি কেউ ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বোলিং করে, রোহিতের অনায়াসে তা হুক করার ক্ষমতা রয়েছে। ওর স্ট্রাইক রেট সবসময়ে ১২০-১৪০- এর মধ্যে থাকে এবং ওর দিনে, ও একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।’ ২০১১ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য ট𒐪ুর্নামেন্ট দাবি করেছেন যে, রোহিত এবং বিরাট কোহলি যেমন ফর্মে𓆏ই থাকুন, সব সময়ে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
আরও পড়ুন: ধর্ম নিয়ে বাজে ভাবে ট💖্রোলড হতে হয়েছে… সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শামি
যুবরাজের মতে, ‘রোহিত শর্মা ফর্মে থাকুক বা আউট অফ ফর্মে থাকুক না কেন, এতে আমার কাছে কিছু যায় আস𝓡ে না। আমি সব সময়েই আমাদের দলের ম্যাচ উইনারদের সমর্থন করব। ওডিআই ক্রিকেটে, বিশেষ করে সাদা বলের ফরম্যাটে, বিরাট কোহলির পাশাপাশি ব্যাটসম্যান হিসাবে ও ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। রোহিত যদি ফর্মে নাও থাকে, তবুও রান পায়, সেটা কিন্তু প্রতিপক্ষের জন্য বিপজ্জনক।’
পাকিস্তানের বিরুদ্ধে ১৯টি ওয়ানডেতে রোহিত ৫১.৩৫ গড়ে এবং ৯২.৩৮ গড়ে ৮৭৩ রান করেছেন। তার মধ্যে দু'টি সেঞ্চুরি এবং আটটি অর্ধশতরা♍ন রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সেরা স্কোর ১৪০।