ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড♑় ও কিউয়ি ওপেনার রাচিন র༒বীন্দ্র। বল হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেন সিএসকের আফগান স্পিনার নূর আহমেদ।
সব মিলিয়ে ꦐদলগত পারফর্ম্যান্সে ভর করে চেন্নাই প্রথম ম্যাচে জয়𒁏 তুলে নেয় বলা মোটেও ভুল হবে না। আপাতত দেখে নেওয়া যাক চিপকের চেন্নাই বনাম মুম্বই ম্যাচে ব্যাক্তিগত পারফর্ম্যান্সে চোখ ধাঁধিয়ে কোন পুরস্কার জিতলেন কে। কার পকেটে ঢুকল কত টাকা, চোখ রাখা যাক সেই তালিকাতেও।
চেন্নাই বনাম মুম্বই আইপিএল ম্যাচের পুরস্কার তালিকা
১.🐈 সুপার সꦆ্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- রুতুরাজ গায়কোয়াড় (১ লক্ষ টাকা)।
ছ'টি চার ও ✃তিনটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫৩ রানের মারকাটারি ইনিংস খেলার সুবাদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অর্থাৎ💃, ২০৩.৮৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন রুতু।
২. ফ্যান্ဣটাসি কিং অফ দ্🅘য ম্যাচ- নূর আহমেদ (১ লক্ষ টাকা)।
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট স꧃ংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন চেন্নাইয়ের নূর আহমেদ। তিনি 𒁃৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। সেই সঙ্গে একটি ক্যাচও ধরেন আফগান তারকা।
৩. সুপার সিক্সেস অফ দ্য ম🌌্যাচ- রাচিন রবীন্দ্র (১ লক্ষ টাকা)।
রাচিন রবীন্দ্র ম্যাচে দু'দলের সব 🍸ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৪৫ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলার পথে ৪টি ছক্কা মারেন।
৪. 🅰অন-দ্য গো ജফোরস অ্যাওয়ার্ড- রুতুরাজ গায়কোয়াড় (১ লক্ষ টাকা)।
রুতুরাজ গায়কোয়াড় ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি চার মারার সুবাদে অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড জিতে নেন। তিনি ২৬ বলে ৫৩ রানের মারক♉াটারি ইনিংস খেলার পথে ৬টি চার মারেন।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ𒁏- খলিল আহমেদ (১ 𝕴লক্ষ টাকা)।
খলিল ম্যাচে দু'দলের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি ডট বল করার সুবাদে গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়ার পথে মোট ১৫টি♋ ডট বল করেন।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- নূর আহমেদ (১ লক্ষ টাকা)।
৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নূরꦰ আহমেদ। তিনি সাজঘরে ফেরান সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ ও নমন ধীরকে।
উল্লেখ্য, চিপকে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রান সংগ্রহ করে। পালটা ব্যাট কর🍨তে নেমে চেন্নাই সুপার কিংস ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।