গত বছর যে রকম আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট উপহার দেয় সানরাইজার্স হায়দরাবাদ, এবছর সেই আগুনে ঘি ঢেলে মাঠে নামে এসআরএইচ। গত বছর হায়দরাবাদের 🌠ব্যাটিং তাণ্ডবের মূলে ছিলে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও এনরিখ ক্লাসেন। এবার সেই ত্রিফলার সঙ্গে যোগ দেন ইশান কিষান। যার ফলে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই দেখা যায় সানরাইজার্সের পরিচিত ব্যাটিং দাপট।
রবিবার ঘরের মাঠে রাজস♋্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৫ অভিযান শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাব🌜াদ। ম্যাচের একেবারে শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে সানরাইজার্স।
অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের ওপেনিং জুটি ৩ ওভারেই ৪৫ রান তুলে ফেলে। শেষে ✱৩.১ ওভারে দলগত ৪৫ রানের মাথায় আউট হন অভিষেক। সাজঘরে ফেরার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ২৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি।
অভিষেক আউট হওয়ার পরে ইশান কিষানের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেড। হায়দরাবাদ ৩.৪ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাব🧸াদ ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ কের নেয়। ট্র্যাভিস হেড ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
আর্চারের ওভারে ২৩ রান
হেড ইনিংসে💖র পঞ্চম ওভারে জোফ্রা আর্চারের বলে চারটি চার ও ১টি ছক্কা মারেন। সেই ওভারে মোট ২৩ রান ওঠে। ইংল্যান্ডের বোলার ও অজি ব্যাটারের মধ্যে আইপিএলের মঞ্চে দেখা যায় অ্যাশেজের লড়াই। বলা বাহুল্য, বাজিমাত করেন ট্র্যাভিস। ৪.২ ওভারে জোফ্রা আর্চারের বলে যে ছক্কাটি মারেন হেড, 💛এককথায় অবিশ্বাস্য। আর্চারের ডেলিভারি এমন কিছু শর্ট ছিল না। তবে কার্যত পিক-আপ শটের ঢংয়ে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বল তুলে মারেন ট্র্যাভিস। বল পৌঁছে যায় গ্যালারির সেকেন্ড টিয়ারে।
উল্লেখযোগ্য বিষয় হল, ট্র্য𝐆াভিস হেডের এই ছক্কায় বল উড়ে যায় ১০৫ মিটার দূরে। হেডের এমন বিশাল ছক্কায় যারপরনাই উচ্ছ্বসিত দেখায় হায়দরাবাদ শিবিরকে। ডাগ-আউটে বসা সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্সের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে, তিনি কতটা খুশি হয়েছেন এমন অসাধারণ শট দেখে।
ট্র্যাভিস হেড শেষমেশ ৩১ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি মোট 𒊎৯টি চার ও ৩টি ছক্কা মারেন। হায়দরাবাদ ৯.৩ ওভারে দলগত ১৩০ রানের মাথায় ২ উইকেট হারায়।