গ্যাংটকে চলছে কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা অভিনীত ‘আশিকি ৩’ সিনেমার শ্🐽যুটিং। এই সিনেমায় একেবারে অন্যরকম লুকে দেখা গেছে কার্তিককে। আজ অর্থাৎ মঙ্গলবার শ্যুটিং চলাকালীন আচমকাই এক ভক্তকে গিটার দিয়ে মারতে দেখা গেল কার্তিককে। ব্যাপারটা কি?
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গিটার হাতে গান গাইছেন কার্তিক। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ গিটার নিয়ে এক ভক্তকে মারতে শুরু করেন তিনি। মেজাজ হার𝄹িয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা এ🐎ক ভক্তকে বারবার গিটার দিয়ে আঘাত করতে থাকেন তিনি।
আরও পড়ুন: হ🧸ীরের আলোয় আলোকিত সইফের চোখ, ‘জুয়েল 🦂থিফ’-এর পোস্টার দেখে উচ্ছ্বসিত ভক্তরা
আরও পড়ুন: বোরখা বদলেছে ঘোমটায়! লাপা🐷তা লেডিস কী তবে আরবি ছবির ‘টুকলি’? জানুন সত্যিটা
ভিডিয়োটি 💟দেখে হঠাৎ করে ভয় পেয়ে গেলে পরে বোঝা যায়, এটি সিনেমারই একটা অংশ। সিনেমার একটি দৃশ্যে এই অংশটি দেখানো হবে। ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ ‘অ্যানিম্যাল’ সিনেমার সঙ্গে তুলনা করছেন কেউ আবার কার্তিকের মধ্যে দেখছেন ‘কবির সিং’ চরিত্রের ছোঁয়া।
নেটিজেনদের মধ্যে আবার অনেকে মজার মন্তব্য করে লিখেছেন, ‘এইভাবে তো গোটা সিনেমাই দেখে ফেলছেন। যেভাবে শ্যুটিংয়ের ছোট ছোট মুহূর্ত আপনারা প্রকাশ করছেন, তাতে তো মনে হচ্ছে রিলের মাধ্যমে গোটা সিনেমাটাই দেখে ফেলব।’ অন্য একজন লিখেছেন, ‘কার্তিক বোধহয় প্রথম কোনও অভিনেতা যা💦র সিনেমা মুক্তির আগেই ফ্লপ ঘোষণা হয়ে যায়।'
কার্তিককে দেখে ক্ষুব্ধ ভক্তরা
‘আশিকি ৩’ সিনেমায় কার্তিকের লুক দেখে একদমই খুশি হননি ভক্তরা। অনেকেই আদিত্য রায় কাপুরের সঙ্গে কার থেকে তুলনা টেনেছেন।🐠 ‘আশিকি ৩🎶’ সিনেমায় কার্তিককে বেছে নেওয়া উচিত হয়নি বলেই মনে করেছেন অনেকে। আদিত্য রায় কাপুরের কথা টেনে এনে একজন লিখেছেন, ‘এই প্রথম আদিত্যকে মিস করছি।’ অন্য একজন আবার লিখেছেন, ‘এই সিনেমার জন্য আদিত্যকে বেছে নেওয়া উচিত ছিল।’
আরও পড়ুন: 'ম𒅌ানুষকে হাসানো আজকাল…', ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোন চিন্তায় চিন্তিত প্রিয়দর্শন?
আরও পড়ুন: ‘সুশান্তের জ♍ন্যই হারালাম…', ♈কী হারানোর কথা বললেন ক্রিস্টেন ব্যারেটো?
প্রসঙ্গত, কিছুদিন আগেই শিলিগুড়ির চা বাগানের মধ্যে শ্রীলীলাকে নিয়ে বাইক চাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলাতে দেখা যায় কার্তিককে। এই প্রথম বোধহয় কোনও সিনেমার শ্যুটিংয়ের এত দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি সিনেমার ক্ষেত্রে কতটা লাভজনক বা ক্ষতিকারক হবে বোঝা যাবে যখন দীপাবলিতে সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায়।