WPL 2025 Royal Challeng༒ers Bengaluru Women vs UP Warriorz Women: WPL-এর ইতিহাসে প্রথমবার সুপার ওভার দেখা গেল। WPL-এর প্রথম সুপার ওভারের ম্যাচে জিতল ইউপি ওয়ারিয়র্স। হারা ম্যাচ জিতিয়ে এই ম্যাচের নায়িকা হলেন স🐭োফি একলস্টোন।
এ দিনের ম্যাচের নির্ধারিত ২০ ওভারের ম্য়াচের শেষ ওভারে রেণুকা সিং ঠাকুরের ১৮ রান ডিফেন্ড করার চ্যালেঞ্জ ছিল। তবে মাত্র চার বলেই একলস্টোন ১৬ রান তুলে নেন। এরপরের বলে ১ রান নেন তিনি। এর কারণ বোলার তার পরিকল্পনা ঠিকঠাক কার্যকর করতে পারেননি। এই সময়ে মনে হচ্ছিল ম্যাচ এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ১ রান তুলতে ব্যর্থ হন ইউপি ওয়ারিয়র্সের ক্রান্তি। ফুল ডেলিভওারিতে ব্যাটেই বল লাগাতে পারেননি ক্রান্তি গৌড়। শেষ বলে🍌 রান আউট হন সোফি। পরে সুপার ওভারে বল হাতে ৯ রান ডিফেন্ড করে ম্য়াচ জেতান ইউপি ওয়ারিয়র্সের সোফি।
আরও পড়ুন … দুই ICC টুর্ন🥀ামেন্টের অভিষেকেই শতরান! ইতিহাস রাচিন, এমন রেকর্ড নেই বিরাটেরও
ম্যাচের প্রথম ইনিংসে কত তুলেছিল RCB?
এ দিনের ম্য়াচের কথা বললেন, UP ওয়ারিয়র্স টস জিতে প্রথমে বল করার 🎉সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানেই স্মৃতির উইকেট হারিয়েছিল RCB. এরপরে ড্যানিয়েল ওয়ায়াট-হজের সঙ্গে ইনিংস এগিয় নিয়ে যান এলিসা পেরি। ড্যানিয়েল ৪১ বলে ৫৭ রান করন। এদিকে ৯০ রানের ইনিংসে খেলেন এলিসা। শেষ পর্যন্ত ১০ রানের জন্য নিজের শতরান হাত ছাড়া করেন এলিসা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে RCB. ইউপি ওয়ারিয়র্সকে ম্যাচ জিততে☂ হলে করতে হত ১৮১ রান।
আরও পড়ুন … ভারতকে চমকে 🍬দিতে চেয়েছিলেন! এবার ছাঁটাইয়ের মুখে পাকিস্তানের হেড কোচ- রিপোর্ট
জবাবে ইউপি ওয়ারিয়র্স কেমন খেলল?
নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ইউপি ওয়ারিয়র্স। এই সময়ে সোফি একলস্টোন ইউপি ওয়ারিয়র্সের হয়ে ত্রাতা হয়ে ওঠেন💛। নয় ম্বরে নেমে ইউপি ওয়ারিয়র্সের হয়ে সোফি একলস্টোন ১৯ বলে ৩৩ রান করেন। শেষ ওভারে দুটো ছক্কা ও একটি চার হাঁকান সঙ্গে ১টি রান নিয়ে ১৭ রান তোলেন সোফি একলস্টোন। এর ফলে ম্যাচ সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে ইউপি ওয়ারিয়র্সের হয়ে হেনরি ও হ্যারিস ব্যাট করতে নামেন। তা🍌রা ৮ রান তোলে। তবে শেষ পর্যন্ত স্মৃতি-রিচারা ব্যর্থ হন। চার রান তোলে তারা। এবং রুদ্ধশ্বাস ম্যাচে জয় পায় ইউপি ওয়ারিয়র্স। সুপার ওভারে দারুণ বল করেন সোফি একলস্টোন।