আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংসের উদ্বোধনী ম্যাচে পাওয়ার হিটিংয়ের রুদ্ধশ্বাস প্রদর্শনী করে নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ১১ রানের রোমাঞ্চকর জয়ের মূল চাবিকাঠি ছিল শ্রেয়সের মাত্র ৪২🔥 বলে অপরাজিত ৯৭ রানের 🅺ঝোড়ো ইনিংসটি।
শ্রেয়সের পাঁচটি বাউন্ডারি এবং ন'টি দুর্দান্ত ছক্কায় সজ্জিত ইনিংসের হাত ধরে পঞ্জাব কিংস ৬ উইকেটে ২৪৩ রানের বিশাল স্কোর করে। এবং এই স্কোর ত🏅ারা সফল ভাবে রক্ষাও করে। কারণ গুজরাট টাইটান্স নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রানেই আটে যায়। ১১ রানে তারা পিছিয়ে পড়ে।
আরও পড়ুন: শুভমনে🍷র ডেরায় দাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদের মাঠে সর্বোচ্চ স্কোরের নজির গড়ে GT-কে হারাল PBKS
শ্রেয়সে মুগ্ধ সৌরভ
শ্রেয়স আইয়ারের এই বিস্ফোরক ইনিংস নজর এড়ায়নি প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্🌄যায়ের। ৩০ বছর বয়সী শ্রেয়সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ারের প্রশংসা করে সৌরভ লিখেছেন, গত এক বছরে ‘সবচেয়ে উন্নত ব্যাটসম্যান’ এবং আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটের জন্য উপযুক্ত খেলোয়াড়।
সৌরভ স্পষ্ট ভাষায় নিজের এক্স হ্যান্ডলে লিখিত ভাবে জানিয়ে 𒈔দিয়েছেন, ‘শ্রেয়স আইয়ার গত এক বছরে সবচেয়ে উন্নত ব্যাটসম্যান.. সব ফরম্যাটের জন্য প্রস্তুত। কিছু সমস্যার পরে ওর এই উন্নতি দেখে খুব ভালো লাগছে।’
আইয়ারের পারফরম্যান্সের গ্রাফ
ওয়ানডে সেটআপের মূল স্তম্ভ হওয়া সত্ত্বেও, টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়স আইয়ার মোটেও ধারাবাহিক নন। ২০২৪ সালের গোড়ার দিকে তাঁকে বিতর্কি তভাবে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে রঞ্জি ট্রফিতে শক্তিশালী ঘরোয়া প্রত্যাবর্তন করেছিলেন তিনি। ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্টের নক-আউট পর্বে প্রধান ভূমিকা ☂পালন করেছিলেন। সেই একই বছর তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের 🌊তৃতীয় আইপিএল শিরোপা জেতে। এবং সকলের প্রশংসা কুড়িয়ে নেন।
এই বছরের শুরুতে শ্রেয়স পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং ভারতকে চ্যাম্𝓡পিয়ন্স ট্রফির শিরোপা জিততে সহায়তা করেছেন। মঙ্গলবার রাতে আবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও বিধ্বংসী পাফরম্যান্স করে সমস্ত ফর্ম্যাটে সুযোগ পাওয়ার দাবিকে আরও জোরালো করেছেন।
যাইহোক ১ এপ্রিল পঞ্জাব কিংসের পরবর্তী ম্🦄যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধ💖ে। সেই ম্যাচে ফের দেখা যেতে পারে শ্রেয়স ঝড়। গুজরাটের বিরুদ্ধে অপরাজিত থাকার পরেও, মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করার পর, তিনি লখনউ ম্যাচে শতরান করতে মুখিয়ে রয়েছেন।