বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল কেকেআর। একেই অ্যাওয়ে ম্যাচ, তার উপর আবার এই ম্যাচে পাওয়া যাবে না সুনীল নারিনকে। কিন্তু কেন?
সুনীল নারিন নাকি অসুস্থ। টসের সময়ে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছেন যে, উইন্ডিজ অলরাউন্ডার খেলতে পারবেন না। পরিবর্তে, মইন আলি খেলবেন। সেক্ষেত্রে কেকেআর-এর জার্সিতে অভিষেক হল মইনের। নার🐽িন ছাড়া কেকেআর-এর বাকি দল একই থাকছে। রাহানের দাবি, ‘সুনীল নারিন মিস করেছেন, তাঁর শরীর ভালো নেই। পরিবর্তে মইন আলি খেলবেন’
আরও পড়ুন: শুভমনের ডেরায় দꦍাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদের মাঠে সর্বোচ্চ স্কোরের নজির গড়ে GT-কে হারাল PBKS
নারিন ২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। ২০২৪ আইপিএলে কেকেআর-কে শিরোপা জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন নারিন। এই মরশুমেও নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কဣাছে হ🐎ারলেও, নারিন কিন্তু ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করেছিলেন। তিনি প্রথমে ২৬ বলে ৪৪ রান করেছিলেন এবং পরে চার ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেকেআর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। রাজস্থান টিমেও একটি পরিবর্তন হয়েছে। ফজলহক ফারুকির জায়গায় দলে ঢুকেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই ম্যাচে রাজস্থানের হয়ে অভিষেক হয়েছে হাসরাঙ্গার। এদিকে সঞ্জু স্যামসন এদিনও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন এবং রিয়ান পরাগ তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন। হোম গ্রাউন্ডে রাজস্থানকে নেতৃত্ব▨ দেওয়ার বিষয়ে অসমের রিয়ান বলেন, এটি তাঁর জন্য গ🐻র্বের মুহূর্ত।
রিয়ানের দাবি, ‘খুব 𒅌গর্বিত আমি। খুব ভালো লাগছে, এই ভাবে একটি ফ্র্যা💫ঞ্চাইজির নেতৃত্ব দিতে পেরে। আমি শুরু করেছিলাম যখন, আমার বয়স ছিল ১৭ বছর। ম্যানেজমেন্ট আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে, এটি এমন কিছু যা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারব না। শেষ ম্যাচে হারলেও, অনেক ইতিবাচক বিষয় ছিল।’
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর𒁏 জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
রাজস্থান রয়্যালসের একাদশ: যশ🐠স্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেতমায়ের, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জোফ্🌞রা আর্চার, মহেশ থিকশানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা।