আইপিএল ২০২৪-এর ১৭তম ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট টাইটানস। এই ম্যাচে বড় সাফল্য অর্জন করেছেন গুজরাট টাইটানসের তারকা ফাস্ট বোলার উমেশ যাদব। নিজের প্রথম ওভারের প্রথম বলেই পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানকে ক্লিন বোল্ড করেন উমেশ যাদব। এই ম্যাচে শিখর ধাওয়ান মাত্র এক রান করেই সাজঘরে ফিরে যান। এই উইকেটের মাধ্যমে, উমেশ যাদব তার সতীর্থ মোহিত শর্মার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ডোয়াইন ব൩্র্যাভোকে পিছনে ফেলে দিয়েছেন। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করলেন উমেশ যাদব।
একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন উমেশ যাদবের নামে রয়েছে। পঞ্জাব কဣিংসের বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত নিয়েছেন ৩৪টি উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোহিত শর্মা নিয়েছেন ৩৩টি উইকেট। ডোয়াইন ব্র্যাভো মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়েছেন ৩৩টি উইকেট। আর এই তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনও। তিনিও পঞ্জাব কিংসের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৩টি উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন।
উমেশ যাদব এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তিনি ২০১০ সালে দিল্লি ক্যা൩পিটালস (তৎকালীন ডেয়ারডেভিলস) এর সঙ্গে লিগে তার কেরিয়ার শুরু করেছিলেন। যেখানে তিনি চারটি মরশুম ছিলেন। এর পরে তিনি দুবার (২০১৪-১৭ এবং ২০২২-২৩) কেকেআর-এ যোগ দেন। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। যেখানে তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ছিলেন উমেশ যাদব। বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল ম্꧅যাচে গুজরাট টাইটানসকে তিন উইকেটে হারিয়েছে পঞ্জাব কিংস।
আইপিএলে এক প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকা-
৩৪ উমেশ যাদব বনাম পঞ্জাব কিংস
৩৩ মোহিত শর্মা বনাম মুম্বই ইন্ডিয়ান্স
৩৩ সুনীল নারিন বনাম পঞ্জাব কিংস
৩৩ ডোয়াইন ব্র্যাভো বনাম মুম্বই ইন্ডিয়ান্স
৩২ ভুবনেশ্বর কুমার বনাম কলকাতা নাইট রাইডার্স
৩১ লাসিথ মালিঙ্গা বনাম চেন্নাই সুপার কিংস