🅰 পঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং তার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ। এই সময়ে শ্রেয়স আইয়ারকে ‘রোলস-রয়েস’ বলে অভিহিত করেছেন রিকি পন্টিং। আইয়ার আরও একটি অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে তার দলকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই স্টাইলিশ ব্যাটার, যিনি দুই ম্যাচে ২০৬.৯৪ স্ট্রাইক রেটে ১৪৯ রান করেছেন এবং এখনও পর্যন্ত আউট হননি।
ღ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ার বেশি ঝুঁকি না নিয়েও ১৭৩.৩৩ স্ট্রাইক রেটে ৩০ বলে ৫২ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা, যার মধ্যে একটিতে তিনি অর্ধশতক পূরণ করেন। তার উপস্থিতি পঞ্জাবের রান তাড়ায় স্থিরতা নিয়ে আসে, যেখানে তরুণ ব্যাটার প্রভসিমরান সিং এবং নেহাল ওয়াধেরা অন্য প্রান্ত থেকে সাহসী শট খেলে জয়কে সহজ করে তোলেন।
আরও পড়ুন … ♔IPL 2025: RCB হারলেও মন জিতলেন দলের অভিজ্ঞ বোলার! সমর্থকরা বললেন ওকে ইংল্যান্ডে নিয়ে যান
♔ এই মরশুমে পঞ্জাব কিংসের কোচের দায়িত্ব নেওয়া পন্টিং, আইয়ারের ম্যাচ ফিনিশিং দক্ষতার প্রশংসা করেছেন। পঞ্জাব কিংসের এক্স (টুইটার) পোস্ট করা এক ভিডিয়োতে পন্টিং বলেন, ‘অধিনায়ক (আইয়ার) আবারও সহজেই কাজটা করেছে। রোলস-রয়েস পুরোদিন তৃতীয় গিয়ারে ছিল। এর চেয়ে বেশি গতি বাড়ানোর দরকারই হয়নি। শুধু দলকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এখনও পর্যন্ত ওর কোনও গড় (ব্যাটিং গড়) নেই।’
আরও পড়ুন … 🌠IPL 2025: বিরাটকে বল করতে এসে হঠাৎ কেন থেমে গেলেন সিরাজ? RCB-র প্রাক্তনীর অবাক করা উত্তর
দেখুন ভিডিয়ো-
‘প্রভসিমরান অনেক কিছু শিখেছে’ – রিকি পন্টিং
🐽এদিকে, ওপেনার প্রভসিমরান সিং দুর্দান্ত এক ইনিংস খেলে পঞ্জাবের সহজ জয় নিশ্চিত করেন। তিনি মাত্র ৩৪ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ, ২০২.৯৪।
আরও পড়ুন … 🀅ভিডিয়ো: গিলকে কী ইশারা করছিলে? শুভমনের মহিলা ভক্তের প্রশ্ন শুনেই পালালেন পাক ক্রিকেটার আবরার
𝓰 প্রভসিমরানের উন্নতি নিয়েও উচ্ছ্বসিত পন্টিং। দলের প্রতিভাবান ক্রিকেটারের প্রশংসা করে পন্টিং বলেন, গত সপ্তাহের ভুল থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। রিকি পন্টিং বলেন, ‘প্রভসিমরান, আমার মনে হয় এই সপ্তাহে তুমি নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছ। তুমি সকলের সামনে প্রমাণ করেছ যে তুমি কতটা ক্লাস ব্যাটার। আমরা সবসময় টি-টোয়েন্টি ম্যাচে প্রভাব তৈরি করার কথা বলি, তাই না? যখনই সুযোগ আসে, ম্যাচের ওপর প্রভাব ফেলার কাজটাই করতে হয়।’