অত্যন্ত উদ্বেগের ঘটনা। ট্রেনের শৌচাগারেএক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের সঙ্গে ট্রেনে চেপে যাচ্ছিল সে। সেই ট্রেনেরই এক সহযাত্রী তাকে ধর্ষণ ও মারধর করেছে বলে অভিযো⛎গ উঠেছে। শুক্রবার তেলেঙ্গানার গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) বিষয়টি জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।&ꦚnbsp;
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৩ এপ্রিল সকালে বছর কুড়ির এক যুবক ওই কিশোরীকে 🥃যৌন হেনস্থা ও ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় মেয়েটি তার পরিবারে🔥র সদস্যদের সঙ্গে ভ্রমণ করছিল।
যাত্রাপথে অভিযুক্ত মেয়েটির পিছু পিছু ওয়াশরুমে যায় এবং তার ভিতরে তাকে ধর্ষণ করে। একেবারে 🅘ভয়াবহ ঘটনা।
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের জিআরপির (আরপিএস) একটি অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়ে🅺ছে। জিআরপি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জিআরপি-র এক শীর্ষ আধিকারღিক পিটিআইকে জানিয়েছেন, বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ
কয়েকদিন🎐 আগে ২২ ম🍸ার্চ একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল, যখন ২৩ বছর বয়সি এক মহিলা ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছিলেন।
ঘটনার সময় সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে মেডচালগামী এমএম🅺টিএস (মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম) ট্রেনের মহিলা কামরায় একাই ভ্রমণ করছিলেন ওই মহিলা।
একটি মামলা দায়ের করা হয়♌𓆉েছিল, এবং পালিয়ে যাওয়া অভিযুক্তদের সন্ধানের জন্য তল্লাশি শুরু হয়েছিল।
হায়দরাবাদ এসপি নর্থ জোন চন্দনা♉ দিপ্তী পিটিআইকে জানিয়েছেন, 'ট্রেনে বছর কুড়ির এক মেয়ের ও⛄পর হামলা চালায় এক ব্যক্তি। নিজেকে রক্ষা করতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। তিনি আহত হয়েছেন এবং গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হায়দরাবাদের নর্থ জোনের পুলিশ সুপার চন্দনা দীপ্তি জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে চারটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
নির্যাতিতা জানিয়েছিলেন, মহিলা কামরায় থাকা আরও দুই মহিলা যাত্রী ট্রেন থেকে নামার পর আলওয়াল রেলও𒈔য়ে স্টেশনে অজ্ꦛঞাতপরিচয় এক ব্যক্তি কামরায় ঢুকে পড়েন।
(পিটিআই ইনপুট সহ)