চাপের মাঝে ভরসার নাম ভুবনেশ্বর কুমার। যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং আক্রমণ চাপের মুখে ভেঙে পড়ল, তখন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার একাই দাঁড়িয়ে লড়াই করলেন। তার দুর্দান্ত স্পেল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গুজরাট টাইটান্স ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জিতে যায়। ভুবনেশ্বরের চার ওভারের স্পেল (১/২৩) ছিল স্বাগতিকদের বোলিং আক্রমণের একমাত্র উজ্জ্বল দিক, যেখানে অ𒁃ন্যরা ব্যর্থ হন।
ভক্তরা এক্স (পূর্ববর্তী টুইটার)-এ অভিজ্ঞ এই পেসারের প্রশংসায় মেতেছেন, বিশেষ করে তার নিয়ন্ত্রণ বজায় রাখার দক্ষতার জন্য। অন্যদিকে যশ দয়াল বাদে বেঙ্গালুরুর বাকি বোলাররা ১০ রান প্রতি ওভারের বেশি ইকোনমিতে রান দিয়েছেন। ছোট বাউন্ডারি ও শিশিরের কারণে এম চ🦂িন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদের জন✅্য পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও, ভুবনেশ্বরের ৫.৮০ ইকোনমি রেট ছিল অসাধারণ।
আরও পড়ুন … IPL 2025: বিরাটকে বল করতে এসে হঠা🌸ৎ কেন থেমে গেলেন সিরাজ? RC✤B-র প্রাক্তনীর অবাক করা উত্তর
ভুবনেশ্বর শুরুতেই🧸 গুজরাট অধিনায়ক শুভমন গিলকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ আউট করিয়ে আরসিবিকে কিছুটা আশা দেখান। কিন্তু এরপর সাই সুদর্শন ও জোস বাটলারের ৭৫ রানের জুটি সেই ক্ষীণ আশাটুকুও শেষ করে দেয়। ভুবনেশ্বরের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও, অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় বেঙ্গালুরু ম্যাচে লড়াই করার মতো অবস্থানে আসতে পারেনি এবং গুজরাট সহজেই ৮ উইকেটে জয় তুলে নেয়।
ভক্তদের প্রতিক্রিয়া
আরও পড়ুন … ভিডিয়ﷺো: গিলকে কী ইশারা করছিলে? শুভমনের মহিলা ভক্তের প্রশ্ন শুনেই পালালেন পাক ক্রিকেটার আবরার
ভুবনেশ্বরের পারফরম্যান্সের পর ভক্তরা সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। এই সময়ে অনেকেই ভুবিকে ইংল্যান🎀্ডে নিয়ে যাওয়ার কথা জানান। অনেকে বলেন যদি বুমরাহ সুস্থ না হতে পারেন তাহলে ভুবিকে তাঁর জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে।
ভুবনেশ্বরকে আইপিএল ২০২৫ নিলামে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে আরসিবি দলে নেয়। তি🌞নি সানরাইজার্স হায়দরাবাদে ১১ বছর কাটানোর পর দল থেকে মুক্তি পান। সানরাইজার্সের হয়ে তিনি ২০১৬ সালে শিরোপা জিতেছিলেন এবং দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে পরপর দুবার পার্পল ক্যাপ জয় করে তিনি আইপিএলের সেরা পেসারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালের শিরোপা💙জয়ী মরশুমে তিনি ১৭ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন … ম্যাচের সেরা পেলেন ডিম! কাউকে দেওয়া হল 5GB DATA তো কারোর হাতে মাছ, দেখুন বিশ্ব ফুটবলের অদ্ভুত পুরস্ꦜকার