আইপিএল ২০২৫ মরশুমের শুরুটা খারাপ হলেও, রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে। প্রথম দু'টি ম্যাচে হারের পর অবশেষে তৃতীয় ম্যাচে জয় পায় রাজস্থান রয়্যালস। স্টপগ্যাপ অধিনায়ক রিয়ান পরাগের নেতৃত্বেই প্রথম জয়ের মুখ দেখে রাজস্থানের দলটি। তবে এই জয়ের পরেই অধিনায়ক বদল হতে চলেছে রাজস্থানে। আসলে, দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনকে বিসিসিআই ফিট ঘোষণা করেছে এবং তিনি এখন উইকেটরক্ষকের দায়িত্ব নিতে প্রস্তুত। এর ফলে পরের👍 ম্যাচ থেকেই সম্ভবত আবারও সঞ্জুকেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: পন্তের ব্যর্থতার দিনে শ্রেয়൩সদের তান্ডব, ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় পঞ্জাবের
সেন্টার অফ এক্সিলেন্স থেকে সবুজ সঙ্কেত পেলেন সঞ্জু
ক্রিকবাজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সঞ্জু স্যামসনকে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স (COE) এর মেডিক্যাল টিম সম্পূর্ণ ফিট বলে ঘোষণা করেছে। রাজস্থান রয়্যালসের তৃতীয় ম্যাচের পরেই, স্যামসন তাঁর ফিটনেস পরীক্ষা করতে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্স পৌঁছেছিলেন। সেখানেউ বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করে উইকেট কিপিংয়ের অনুমতিও দে𓂃য়। এর আগে সঞ্জুকে শুধু ব্যাট করার অনুমতি দেওয়া হয়েছিল। এবং সঞ্জু আগের তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন।
আরও পড়ুন: পরিস্থিতিই বুঝিনি… ঘরের 🦄মাঠে খেলেও আজব অজুহ🎉াত পন্তের, নিজেদের পাতা ফাঁদে পড়েই শুরু কান্নাকাটি
প্রসঙ্গত, জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। এর পর থেকে তিনি চোট নিয়ে ভুগছিলেন। আইপিএলের শুরুতে তাঁকে ব্যাট করার অনুমতি দেওয়া হলেও আঙুলের অবস্থার কারণে সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল টিম তাঁকে উইকেট কিপিং বা ফিল্ডিং করতে নিষেধ করে। এমন পরিস্থিতিতে, রাজস্থান রয়্যালস এই মরশুমের প্রথম তিন ম্যাচ সঞ্জু স্🥃যামসনকে শুধু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছিল এবং তিনি শুধু ব্যাটিং -ই করেছিলেন।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ থেকে দলের নেতৃত্বে ফিরবেন সঞ্জু
সঞ্জুর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দায়িত্ব পান রিয়ান পরাগ। স্টপগ্যাপ অধিনায়কের নেতৃত্বে, রাজস্থান প্রথম এবং দ্বিতীয় ম্যাচে বাজে ভাবে হেরে বসে। তবে তৃতীয় ম্যাচে তারা দুরন্ত প্রত্যাবর্তন করে এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়। এটি এই মরশুমে রাজস্থানের প্রথম জয়। তবে রিয়ান পরাগের জায়গায় ফের ক্যাপ্টেন হিসেবে দলে ফিরবেন স্যামসন। রাজস্থানের পরবর্তী ম্যাচ ৫ এপ্রিল মুলানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই ম্যাচের হাত ধরেই হয়তো অধিনায়ক হিসেবে দলে ফিরতে🐭 পারেন সঞ্জু। পঞ্জাব ভালো ছন্দে রয়েছেন। সেই ম্যাচের আগে সঞ্জুর অধিনায়ক হিসেবে দলে ফেরাটা নিঃসন্দেহে রাজস্থানের জন্য বড় খবর।