আইপিএলের ইতিহাসে অন্যতম হাই-ꦆপ্রোফাইল দল হওয়া সত্ত্বেও এখনও একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি। এবছর মহাতারকাদের ভিড় কমিয়ে প্রয়োজন মতো ক্রিকেটার দলে নিয়েছে আরসিবি। যদিও স্কোয়াডের জৌলুস বজায় রয়েছে পুরোদস্♊তুর। আপাতত নতুন আইপিএল মরশুম শুরুর আগে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পূর্ণ স্কোয়াড
ব্যাটার:ꦕ বিরাট কোহলি, রজত পতিদার (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকারা।
উইকেটকিপার-ব্যাটার: ফিল সল্ট, জিতেশ শর্মা।
অল-র🔯াউন্ডার: লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জেকব বেথেল, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, মনোজ ভান্দা🤡গে, মোহিত রাঠি।
বোꦫলার: যশ দয়াল, জো๊শ হেজেলউড, নুয়ান তুষারা, রসিখ দার, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, লুঙ্গি এনগিদি, স্বপ্নিল সিং, অভিনন্দন সিং।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাপোর্ট স্টাফ
ডিরেক্টর অফ ক্রিকেট- মো বোবাট, হেড কোচ- অ্যান্ডি ফ্লাওয়ার, মেন্টর ও ব্যাটিং কোচ- দীনেশ কার্তিক, বোলিং কোচ- ওমকার সালভি, স্পিন বোলিং কোচ ও প্🐠লেয়ার আইডেন্টিফিকেশন ম্যানেজার- মালোলান রঙ্গরাজন, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- শঙ্কর বসু, সহকারী কোচ- রিচার্ড হালসাল, ফিজিও- ইভান স্পিচলি, ফিজিও- জেমস পাইপ, অ্যাথলেটিক থেরাপিস্ট- নবনীতা গৌতম, টিম ডাক্তার- শিখা, হেড অফ টিম অপারেশনস ও ম্যানেজার- মেজর শামিন্দর সিং সিধু, সহকারী ম্যানেজার- আরিহান্ত জৈন, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড- রাজেশ মেনন, হেড অফ মার্কেটিং- নিখিল সোসালে, হেড অফ কন্টেন্ট- অতির রামমূর্তি, ম্যাসিওর- রমেশ মানে, ম্যাসিওর- মঙ্গেশ, টিম অ্যানালিস্ট- ফ্রেডি।
আইপিএল ২০২৫-এর জন্য আরসিবির সূচি
২২ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (ইডেন গার্ডেন্স✅, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৮✅ মার্চ: চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টা♏ইটানস (চ🌄িন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৭ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জা💃র্স বেঙ্গালুরু (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১০ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস (🔯চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৩ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু𒅌 (সোয়ꦐাই মান সিংহ স্টেডিয়াম, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১৮ এপ্রিল: রয়্যꦺাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস (চিন্♔নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২০ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (মুল্লান💜পুর, দুপুর ৩টে ৩০ মিনিট)।
২👍৪ এপ্♉রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২ꦡ৭ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অরুণ জেটলি স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর🔥ু বনাম চেন্নাই সুপার কিংস (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৯ মে: লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বে🙈ঙ্গালুরু (একানা স্টেডিয়🤡াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৩ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরꦉাবাদ (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৭ মে: রয়্যা🤪ল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা ন🦹াইট রাইডার্স (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।