ব্যবসা-সম্পর্কিত বিষয় অথবা কোনও অনুষ্ঠানের আম্বানি পরিবারের মহিলারা কেমন সাজলেন তা নিয়েই মূলত আম্বানি পরিবার থাকে খবরের শিরোনামে। তবে, এবার একটু আলাদা কোন সাজের জন্য না বা কোন ব্যবসায়িক কারণেও নয়, এবার নীতা আম্বানির পুত্রবধূ শ্লোকা মেহ♔তা মুম্বইতে একটা অনুষ্ঠানে তাঁর শ্বশুর মুকেশ আম্বানির ফটো তুলে কেড়েছেন লাইমলাইট। এক্সপ্রেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্বশুর মুকেশ আম্বানির সঙ্গে উপস্থিত ছিলেন শ্লোকাও, সেখানেই তাঁকে তাဣঁর শ্বশুরের ছবি তুলেতে দেখা যায়।
আরও পড়ুন: প্রেমিকের সঙ♐✱্গে ব্রাঞ্চ ডেটে গিয়ে ছবি পোস্ট করলেন প্রেরণা? জানেন তিনি কে?
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে অনুষ্ঠানস্থলে মুকেশ প্রবেশ করছেন। সেই সময় তাঁর ভক্তরা শিল্পপতির সঙ্গে এ🌃কটি ছবি তোলার অনুরোধ করেন এবং তিনিও খুশি মনে রাজি হয়ে যান। পরে, শ্লোকাই এক ভক্তের ফোন নিয়ে ছবি তুলে দেন। ভিডিয়োটি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে। এই🧜 ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন।
আরও পড়ুন: বিছানায় তুলেছিলেন ঝড়! কপিলের 💞সঙ্গে কিস কিসকো প্যায়ার করু ২ করছেন এই বাঙালি নায়িকা?
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘কোনও অ্যাটিটিউড নেই’। আর একজন মন্তব্য করেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদ-ধন্য পরিবার’, আর এক নেটিজেন লেখেন, ‘আমি সত্যিই শ্লোকাকে খুব পছন্দ করি।’ আর এক ব্যক্তি লিখেছেন, ‘কোনও অ্যাটিটিউড নেই... এটাই নিখুঁত ব্যক্তিত্বের পরিচয়।' আর নেটিজেন লেখেন, 'ম্যামের মতো কেউ নেই♈, খুব শ্রদ্ধাশীল একজন মহিলা।’
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ব্রাঞ্🅷চ ডেটে গিয়ে ছবি পোস্ট করলেন প্রেরণা? জানেন তিনি কে?
প্রসঙ্গত, মুম্বইয়ের এক্সপ্রেস অ্যাওয়ার্ডসে, মুকেশ আম্বানি, ইশা আম্বানি এবং শ্লোকা মেহতাকে রেড কার্পেটে দেখা গিয়েছিল। শ্লোকা কালোর উপর সোনালি কাজ করা স্যুট পরেছিলেন, অন্যদিকে ইশা আম্বানির পরনে ছিল ইন্দো-পশ্চিমা স্ট🍰াইলের পোশাক। সবুজ এই পোশাকের সঙ্গে একটি লম্বা জ্যাকেট পরেছিলেন মুকেশ-কন্যা।
আরও পড়ুন: বাড়িরဣ অন্নপূর্ণা পুজোয় মেয়েকে কোলে নিয়ে নাচ করলেন রাজ, দেখা মিলল বিশেষ অতিথির!
উল্লেখ্য ২০১৯ সালের ৯ মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড 🌌সেন্টারে এক জমকালো বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্লোকা মেহতা।