ꦚমারাঠি ভাষায় কথা বলতে না পারায় মহারাষ্ট্রের মুম্বইয়ের পোওয়াই এলাকায় কর্মরত এক বেসরকারি নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) দলীয় কর্মীদের বিরুদ্ধে।
꧟হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা উত্তেজনা প্রশমন করার চেষ্টা করার সাথে সাথে প্রহরীকে এমএনএস কর্মীদের দ্বারা চড় মারতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এনডিটিভি মারাঠিꦇ জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষী জানান, উত্তর ভারতের বাসিন্দা হওয়ায় তিনি স্থানীয় ভাষায় কথা বলতে পারেন না।
দেখুন সেই ভিডিও
ဣমারাঠি ভাষায় কথা বলতে পারেননি তিনি। তার জেরেই তাকে টেনে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ।
🐟মার্চ মাসে মারাঠি নিয়ে বচসার জেরে ভারসোভায় ডি-মার্ট স্টোরের এক কর্মীকে মারধর করেন এমএনএস কর্মীরা। ওই কর্মী বলেন, 'আমি মারাঠি ভাষায় কথা বলব না। আমি শুধু হিন্দিতেই কথা বলব। তোমার যা ইচ্ছে তাই করো'।
অ-মারাঠি ভাষাভাষীদের নিয়ে এমএনএস
🐬রাজ ঠাকরের নেতৃত্বাধীন দল শনিবার বলেছে যে রাজ্যে অ-মারাঠি ভাষাভাষীদের বিরুদ্ধে তাদের কর্মীদের দ্বারা হিংসার ঘটনা ইচ্ছাকৃত নয়, তবে জোর দিয়ে বলেছে যে মহারাষ্ট্রে বসবাসকারী এবং কর্মরতদের স্থানীয় ভাষাকে সম্মান করা উচিত।
🐼মারাঠি মুম্বই তথা বাকি মহারাষ্ট্রের ভাষা। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এটিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ভাষাকে অসম্মান ও অবমাননা করে। এই ধরনের উপাদানগুলিকে একটি শিক্ষা দেওয়ার সময় মাঝেমধ্য়ে হিংসার ঘটনা ঘটে যায়। তবে তা ইচ্ছাকৃত নয়। মারাঠিকে যথাযথ সম্মান দিন, সংশ্লিষ্টরা বিহার বা কর্ণাটকের বাসিন্দা কিনা তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই,' এমএনএসের মুখপাত্র বৈগেশ সারস্বত পিটিআইকে বলেছেন।
♈লোক জনশক্তি পার্টির (এলজেপি) সাংসদ রাজেশ ভার্মা অভিযোগ করেন, রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য এমএনএস হিন্দিভাষীদের টার্গেট করছে। তিনি বলেন, 'হিন্দিভাষীরা কঠোর পরিশ্রম করেন। তারা সম্মান পাওয়ার যোগ্য, অপমান ও হিংসা নয়।