🅠কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীনা বিজয়ন। এবার কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড ফিনান্সিয়াল প্রতারণা মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে কেরলের মুখ্য়মন্ত্রীর কন্যার। সিরিয়াস ফ্রড ইনভেসটিগেশন অফিসের তরফে যে চার্জশিট ফাইল করা হয়েছে সেখানে তাঁর নাম উল্লেখ করা হয়েছে। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
✱রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবার বীনা বিজয়ন ও অন্যান্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে। এসএফআইও-এর চার্জশিট অনুসারে বিষয়টি জানা গিয়েছে। ২.৭ কোটির একটি পেমেন্ট নিয়ে প্রতারণার অভিযোগ। সিএমআরএল বীনা বিজয়নের কোম্পানিকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
🦄প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এসএফআইও চার্জশিট অনুসারে জানা গিয়েছে। এক্সালোজিক সলিউশনস আইটি ও মার্কেট সংক্রান্ত পরিষেবা দিতে ব্যর্থ হয়। অথচ তারা সিএমআরএল থেকে সব মিলিয়ে ২.৭ কোটি টাকা নিয়েছিল বলে অভিযোগ।
😼দুটি কোম্পানির মাধ্যমে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। এসএফআইও অনুসারে জানা গিয়েছে কোনও পরিষেবা না দিয়েই এই পেমেন্ট করা হয়েছিল।
♉SFIO তাঁকে কোম্পানিজ অ্যাক্টের ৪৪৭ ধারায় অভিযুক্ত করেছে। প্রতারণার জেরে তাদের শাস্তিও হতে পারে।
🌳এমনকী অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের হতে পারে। এমনকী প্রতারণার ক্ষেত্রে যে টাকার কথা বলা হচ্ছে তার তিনগুণ টাকা জরিমানা হিসাবে দিতে হতে পারে।