উজমা আহমেদ নামের এক ভারতীয় বংশধ্ভূত ম♛হিলাকে জোর করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। কপালে বন্দুকের নল ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়, তারপর চলে অকথ্য অত্যাচার। ভারত সরকারের নেতৃত্বে উজমাকে কীভাবে উদ্ধার করে নিয়ে আসা হয় পাকিস্তান থেকে, এই গল্পই দেখানো হয়েছে সিনেমায়। এই গোটা সিনেমাকে মোদী সরকারের জয় বলে দেখছেন বিজেপি দলের কর্মকর্তারা।
সম্প্রতি ভারতীয় জনতা পার্টির টুইটার জন আব্রাহামের সর্বশেষ সি𝓡নেমা ‘দ্যা ডিপ্লোম্যাট’- এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি পোস্ট করে লিখেছে, ‘২০১৭ সালের মে মাসে ভারতের কূটনৈতিক শক্তি সকলের সামনে প্রকাশিত হয়েছিল যখন মোদী সরকার বলপূর্বক বিবাহ থেকে উদ্ধার করে নিয়ে আসে উজমা আহমেদকে। সম্প্রতি জন আব্রাহাম অভিনীত ’দ্যা ডিপ্লোম্যাট' স🃏িনেমায় এমন একটি সত্য ঘটনা দেখানো হয়েছে যার নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত শ্রীমতি সুষমা স্বরাজ জি এবং কূটনৈতিক নেতা জে পি সিং।
আরও পড়ুন: '❀আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর?
আরও পড়ুন: সম্পত্তির নির💫িখে হারিয়ে দিয়েছেন রণবীর-রজনীকান্তকেဣ,কে ভারতের এই ধনী কমেডিয়ান?
কী হয়েছিল উজমার সঙ্গে?
উজমা আহমেদের জীবনে অন্ধকার তখন নেমে আসে যখন তাঁকে মালয়েশিয়ায় একজন পাকিস্তানি ব্যাক্তি প্রতারিত করে পাকিস্তানে নিয়ে যায়। পাকিস্তানে মাদকাসক্ত অবস্থায় তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। শুরু হয় অকথ্য অত্যাচার। পরবর্তীসময়ে স্বামীকে অর্থের লোভ দেখিয়ে𒐪 ভারতে নিয়ে আসেন উ♈জমা, নিয়ে যান ভারতীয় হাই কমিশনে।
উজমা নিজের সমস্ত সমস্যার কথা ডেপুটি হাই কমিশনার জে পি সিং-এর কাছে খুলে বলায় তিনি দ্রুত পদক্ষেপ নেন এবং উসমান নিরাপত্তা নিশ্চিত করেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে সমস্ত ঘটনা জানান জে পি সিং। উজমা﷽র ভারতীয় নাগরিকত্ব যাচাই করার পর উজমাকে উদ্ধার করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়💃 ভারতের তরফ থেকে।
২০১৭ সালের ২৪ মে ইসলামাবাদ হাইকোর্টে উজমার পক্ষে রায় দেওয়া হয়। পাকিস্তানে কাটানো দুঃসময়কে ‘মৃত্যুর কূপ’ বলে বর্ণনা করেছিলেন উজমা। তিনি বলেছিলেন, 'পাকিস্তানে যাওয়া সহজ কিন্তু ফিরে আসা ভীষণ কঠিন।🐲' উজমার ভারতে ফিরে আসা ভারতের কূটনৈতিক জয় বল✃ে বর্ণনা করা হয়।
বিজেপির তরফ থেকে সিনেমার প্রশংসা করে আরও বলা হয়, ‘এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত। এখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সবার আগে। পাকিস্তান থেকে উজমাকে উদ্ধার করা থেকে শুরু করে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধ𓆏ার করে নিয়ে আসা, সবকিছুতেই মোদী সরকার সব সময় এগিয়ে থাকেন। একবার সুষমা জি বলেছিলেন, ভারতীয়রা কখনও একা থাকে না।’
আরও পড়ুন: 'ওই একটি দৃশ্যে তুমি...',🏅 দঙ্গল সিনেমায় আমিরের কোন ভুল চোখে পড়েছিল অমিতাভের?
আরও পড়ুন: ‘আমি আমার ম🔜ুখ নিয়ে…’, প্লাস্টিক সার্জারির গুজব নিয়ে এবার মুখ খুললেন অবনীত
প্রসঙ্গত, গত ১৪ মার্চ মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দর্শক এব▨ং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছ𒈔ে প্রচুর। বক্স অফিসে প্রথম দিনেই ৪.৩ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।