বড় পর্দা দিয়েই পথচলা শুরু তাঁর। এক🔯াধিক ছবিতে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ওয়েব সিরিজ থেকে ছোট পর্দা সর্বত্রই অবাধ যাতায়াত তাঁর। দেখুন তো মেয়ের পোশাকে থাকা এই অভিনেতাকে ছবি দেখে চিনতে পারছেন কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন কাকাবাবু, চলো পাল্টাই খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক। ভাবছেন তিনি হঠাৎ এমন পোশাক কেন পরেছেন? আসলে এটা তাঁর নতুন সিরিয়ালের জন্য। বর্তমানে🃏 তাঁকে সান বাংলার ভিডিয়ো বৌমা ধারাবাহিকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন স্বামীকে, মা ছিলেন টলিউডের প্র꧅বাদপ্রতিম অভিনেত্রী! বার্থডে গার্লকে চ🦩িনতে পারছেন?
আরও পড়ুন: 'আপনার সঙ্গে গান গাইতে চাই', ভিড়ের মধ্যে ভক্তের হাতে প্ল্🌊যাকার্ড দেখে কী করলেন অরিজিৎ?
কী ঘটেছে?
এদিন আরিয়ান ভৌমিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দে🍌খা যাচ্ছে তিনি লেহেঙ্গা পরে, মাথায় লম্বা চুল, ওড়না লাগিয়ে একেবারে মেয়ের বেশ ধারণ করেছেন। মাথায় রয়েছে টায়রা টিকলি, কানে ঝুমকো। এই পোশাকে তিনি নাচছেন। প্রসঙ্গত এর আগে একটি ছꦇবিতে তিনি মহিলা সেজেছিলেন, তবে ছোট পর্দায় প্রথমবার দর্শকরা তাঁকে এই রূপে দেখবেন।
কিন্তু হঠাৎ এমন কেন সাজে ধরা দিলেন আরিয়ান? এ♑ই বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, 'ধারাবাহিকে এই সাজের মাধ্যমে, গল্পের মধ্যে দিয়ে একটা ভালো কারণ দেখানো হবে।' তিনি এও জানান মেয়েদের পোশাকে ধরা দিতে তাঁর মোটেও লজ্জা করেনি। বরং এই চ্যালেঞ্জ নিতে তাঁর ভালোই লেগেছে।


প্রসঙ্গত এই ভিডিয়ো বৌমা ধারাবাহিকে আরিয়ান ভৌমিককে একজন ভ্লগারের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে আছেন স্যান্ডি সাহাও। এই ধারাবাহিকের যে দৃশ্যের লুক ভাইরাল হয়েছে আরিয়ানের সেখানে তাঁকে রকি অর রানি কী প্রেম কাহানি ছবি থেকে হোয়াট ঝুমকা গানে নাচতে এবংꦫ রিল বানাতে দেখা♈ যাবে। এবং গীতা দৃশ্যের মাধ্যমে নারী পুরুষের সমানাধিকারের কথা ফুটে উঠবে।
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিকান্দরের টিไকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দর?
আরও পড়ুন: 'ভুল টাইমস স্কোয়ারে..ꦜ.' গৃহপ্রবেশের 'জঘন্য' এডিটিং ✤দেখে হেসে খুন দর্শকরা! বইছে ট্রোলের বন্যা
প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে আরিয়ান ভৌমিক চার বছর পর ফের♏ ছোট 𝓰পর্দায় ফিরলেন। অন্যদিকে তাঁকে আগামীতে বড় পর্দায় কাকাবাবুর আগামী ছবিতে দেখা যাবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি আবারও সন্তু চরিত্রে ধরা দেবেন।