ꦬ লক্ষ্মণ উতেকর পরিচালিত 'ছাবা' ছবির ঝড় থামার নাম নিচ্ছে না। এই ছবিতে ভিকি কৌশলের জোরালো অভিনয় সকলের মন জয় করেছে। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছাবা-র জন্য। আর ফলও এসেছে হাতেনাতে। ২০২৫ সালের সর্বাধিক মুক্তিপ্রাপ্ত ছবি এখন এটি। ৭ দিনেই ভিকির সিনেমা টপকে গেল ২০০ কোটির গণ্ডি।
ছাবা বক্স অফিস কালেকশন:
😼প্রতিদিনই ছাবা দু অঙ্কর আয় করছে ভারতীয় বক্স অফিসে। প্রথম শুক্রবারে এই সিনেমা খাতা খুলেছিল ৩১ কোটি দিয়ে। এরপর প্রথম সপ্তাহান্তে ৩৭ (শনিবার) ও ৪৮.৫ (রবিবার) কোটি আয় করে ছাবা।
♍sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে ছাবার শুক্রবারের আয় ২৩ কোটি। আর যার ফলে সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৪২ কোটিতে। এখন শনি ও রবির ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ।
দেখুন দিনপ্রতি কালেকশন
মুক্তির দিন (শুক্রবার)- ৩১ কোটি
দিন ২ (শনিবার)- ৩৭ কোটি
দিন ৩ (রবিবার)- ৪৮.৫ কোটি
দিন ৪ (সোমবার)- ২৪ কোটি
দিন ৫ (মঙ্গলবার)- ২৫.২৫ কোটি
দিন ৬ (বুধবার)- ৩২ কোটি
দিন ৭ (বৃহস্পতিবার)- ২১.৫ কোটি
༺দিন ৮ (দ্বিতীয় শুক্রবার)- ২৩ কোটি (প্রাথমিক রিপোর্ট)
মোট সংগ্রহ - ২৪২.২৫ কোটি (প্রাথমিক রিপোর্ট)
ছাবা-র প্রশংসায় নরেন্দ্র মোদী:
💎ছাবা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদী ২১ ফেব্রুয়ারি শুক্রবার নয়াদিল্লিতে ৯৮ তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেছেন। এসময় তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে ভিকি কৌশলের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ছাবা'র প্রশংসা করেন।
ওছাবা-তে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত। যিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছিলেন। আর সেই চরিত্রেই দেখা গিয়েছে ভিকি-কে। তাঁর স্ত্রী রশ্মিকা, আর ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না।