বহুদিন পর গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন উষসী রায়। তাঁর সঙ্গে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং সপ্তর্ষি মৌলিক। গল্পে মাঝে দেখানো হয়েছিল যে সুস্মিত তাঁর স্মৃতি হারিয়ে কলকাতায় চলে গিয়েছে। এদিকে সন্তানের কথা ভেবে সপ্তর্ষি দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে উষসী। এমন অবস্থায় ফের আমেরিকায় ফিরে এসেছেন সুস্মিত। এদিন তাঁর এবং কৌশাম্বির তেমন একটি দৃশ্যের ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। আর সেই দৃশ্যের 'জঘন্য এডিটিং' দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন নꦆা দর্শকরা। চলছে তুমুল ট্রোলিং।
আরও পড়ুন: 'আমিไ চাই ক্রিমিনালটা দেখুক', প্রতারকের খপ্পরে ময়ূরী!♎ কী খোয়ালেন সা রে গা মা পা -এর রানার আপ?
আরও পড়ুন: হাতে রক্তমღাখা কুড়ুল, লম্বা উশকো-খুশকো চুলে রঘু ডꦫাকাতের বেশে ধরা দিলেন দেব! আপডেট দিয়ে কী জানালেন?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুস্মিত এবং কৌশাম্বি আমেরিকায় ফিরে এসেছেন। তাঁরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাঁটছেন। আর সুস্মিতের উদ্দেশ্যে কৌশাম্বি বলছেন, 'দাদা যে কী করে জিরো থেকে নিউ ইয়র্কের এই অফিস সেট আপ করছে না! সত্যি ইম্পসিবলকে যে কীভাবে পসিবল করতে হয় দাদা বাস্তবে করে দেখিয়েছে। তুমি ভাবতে পারবে না আমাদের ওই অফিসে এখন কতজন কর্মী। আমি ওঁকে নিয়ে খ🍃ুব খুব গর্বিত। চলো...' তাঁদের এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডের এডিটিং দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে এটা নাকি যারপরনাই খারাপ এডিটিং হয়েছে। আর সেটার জন্যই চলছে ট্রোলের বন্যা।