জস বাটলারের দুর্দান্ত ইনিংস এবং গুজরাট টাইটান্সের বোলারদের শক্তিশালী পারফরম্যান্সের ভিত্তিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরক𝓀ে তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামীতে আট উইকেটে হারায় গুজরাট টাইটান্স। সত্যি কথা বলতে, এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে ফর্মে ফিরলেন বাট✤লার (৩৯ বলে ৭৩ রানে অপরাজিত)। ম্যাচের প্রথম ওভারে ফিল সল্টের সহজ ক্যাচ ফেলেছিলেন তিনি। স্টাম্প করার সুযোগও হারিয়েছিলেন। তবে ব্যাট হাতে দলকে ভরসা জোগালেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
ভালো ফিল্ডিং করলে আরও কম রান তাড়া করতে হত
ফিল্ডিং এদিন ভালো করতে পারেনি গুজরাট টাইটান্স। খারাপ ফিল্ডিংয়ের জেকে তারা প্রায় ৪৫ রান অতিরিক্ত দিয়েছে আরসিবি-কে। আর ম্যাচের পর তাই নিয়েই আফসোস করলেন জস বাটলার। দুষলেন ন🅷িজেকেও। তিনি সাফ বলে দেন, ‘সত্যিই এই ইনিংসটা উপভোগ করেছি। বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমরা যদি আরও𝓀 ভালো ফিল্ডিং করতাম, আমি নিজেও যদি ভালো ফিল্ডিং করতে পারতাম, তবে আরও কম তাড়া করতে পারতাম আমরা। তবে এটা চমৎকার জয় এবং ভালো প্রাপ্তি।’
প্রথম ওভারে সল্টের ক্যাচ ফেলার আফসোস
সল্টের ক্যাচ মিস করার পর খুবই অনুশোচ👍না হয়েছিল বাটলারের। তাই তিনি রান করে সেই খামতি পোষাতে চেয়েছিলেন। বাটলার বলেওছেন, ‘আমি জানি না, তবে খুব বিব্রত লাগছ🦂িল। আমরা জানি, সল্ট একটি বিপজ্জনক খেলোয়াড়। আমি সবেমাত্র গ্লাভস পরে নেমেছিলাম। বলটি আমার বুকে লেগেছিল। যাইহোক আমি তাই রান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দল হিসেবে আমরা ভালো ফিল্ডিং করিনি। খুব খারাপ ফিল্ডিং করেছি।’
কয়েক মাসের অস্বস্তি কাটালেন
বেশ কয়েক ꦛমাস রানের মধ্যে ছিলেন না। তাই এদিন রান পেয়ে উচ্ছ্বসিত বাটলার বলেন, ‘স✃্বাধীনতা এবং একটি লক্ষ্য নিয়ে খেলার চেষ্টা করেছি। কয়েক মাস খুব অপ্রীতিকর পারফর্ম করছিলাম। তাই এই ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবং খেলাটা উপভোগ করেছি।’
দল হিসেবে টাইটান্সকে নিয়ে উচ্ছ্বাস
নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী বাটলার। বলেছেন, টাইটান্সের সব বিভাগেই ভারসাম্য রয়েছে। তাঁর দাবি, ‘আমাদের দলের ভিতটা খুব ভালো- দুর্দান্ত সিম🌼-বোলিং💟 ইউনিট, স্পিনার এবং একটি দুর্দান্ত ব্যাটিং ইউনিটও রয়েছে।’
এবারের আইপিএলে এটি গুজরাটের দ্বিতীয় জয়। প্রথমে ব্যাট করে এদিন আরসিবি ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে গুজরাট ১৭.৫ ওভারে দুই উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যা🍌য়।