🐼 শুক্রবার থেকেই ছিল সাজো সাজো রব। তবে ইডেন গার্ডেন্স এবার প্রস্তুত। সৌজন্যে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতায় হাজির কিং খান। তবে এই মেগা সেলিব্রেশনের জন্য শুধু শাহরুখ একা নন, এসেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, করণ আউজলা এবং অভিনেত্রী দিশা পাটানিও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর মধ্যে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে, বলিউড সেলিব্রিটিদের নিয়ে একটি উত্তেজনাপূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
𓂃 এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শাহরুখ প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই সোশ্যল মিডিয়ায় অভিনেতা মেগা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অনুরাগীদের আমন্ত্রণ জানান এক্কেবারে 'পাঠান' স্টাইলে। লেখেন, ‘পার্টি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়েগা অর পটাকে ভি লায়েগা।' ফের লেখেন, আজ শাম ৬ বাজে দেখিয়ে আইপিএল ১৮ কা মেগা সেলিব্রেশন।'