🐟 শীর্ণকায় চেহারা, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রণদীপ হুদা। ২২ মার্চ, শনিবার অভিনেতার সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমন ছবি দেখে চমকে উঠেছিলেন অনেকেই। অনেকেরই কৌতুহলী প্রশ্ন কী হয়েছে রণদীপের?
ꦓনাহ চিন্তিত হবেন না। রণদীপ হুদার এই ছবিটি প্রায় ৩ বছর আগেকার। ২০২৪ এ তাঁর ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য না পেলেও সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলেছিল। প্রশংসিত হয়েছিল রণদীপ হুদার অভিনয়। ২২ মার্চ সেই ছবি মুক্তির ১ বছর পূর্ণ হয়েছে। ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর প্রথম বার্ষিকীতে তাই স্মৃতির পাতায় ডুব দিলেন অভিনেতা।
🍷সেসময় ভাঙা হাঁটু নিয়েই শ্যুটিং করেছিলেন অভিনেতা। ছবির শ্যুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। সেসময় ঘোড়ায় চড়া থেকে শুরু করে কঠোর শরীর চর্চা সহ নানান রকম প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। শনিবার স্মৃতির অ্যালবাম থেকে তারই নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা।
🗹এর মধ্যে শনিবার রণদীপের শেয়ার করা একটা ভিডিয়ো সকলের নজর কেড়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতাকে ছিটকে ফেলে দেয় ঘোড়াটি। আর সেকারণেই হাঁটুতে চোট পান তিনি। আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। সেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটিও পোস্ট করেছেন অভিনেতা।
ꩵআরও একটি ভিডিওতে দ্রুত ওজন কমানোর জন্য কঠোর প্রশিক্ষণের প্রক্রিয়াটিও ভিডিয়ো আকারে পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে ওজন কমানোর জন্য জলের ট্রেডমিলে হাঁটতে দেখা গেছে। আবার আরও একটি ভিডিয়োতে তাঁকে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতেও দেখা গিয়েছে। এছাড়াও ছবির শ্যুটিং-এর নানান মুহূর্ত পোস্ট করেছেন রণদীপ হুদা।
👍আরও পড়ুন-আদৃতের ভালোবাসায় 'পাগল'! মিঠাই-এর পর মিত্তির বাড়ির সেটেও হাজির এই মহিলা, কে এই অনুরাগী?
🐲রণদীপ লিখেছেন, ‘তিন বছর আগে আমি স্বতন্ত্র বীর সাভারকরের সঙ্গে এক অবিস্মরণীয় যাত্রা শুরু করেছিলাম। যেটি কিনা গত বছর এই দিনে মুক্তি পেয়েছিল। এটা এমন একটা ছবি যা আমাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল যেটা আমি কখনও কল্পনাও করিনি। সহ-চিত্রনাট্যকার, পরিচালনা, প্রযোজনা থেকে শুরু করে বীর সাভারকরের ভূমিকায় অভিনয় করা পর্যন্ত এটা ছিল ভালবাসা, আবেগ এবং ত্যাগের ফসল’।
🦋রণবীর আরও লেখেন, 'ভাঙা হাঁটু নিয়ে শুটিং, শারীরিক যন্ত্রণা, মানসিক উত্থান-পতন এবং ওজন কমানোর করার কঠোর পরিশ্রম, সবমিলিয়ে এটা একটা অভিজ্ঞতা। তবুও, যা সত্যিই এটাকে বিশেষ করে তুলেছিল তা হ'ল আমার বন্ধু, কাস্ট এবং ক্রুদের কাছ থেকে প্রাপ্ত অপরিসীম ভালবাসা এবং সমর্থন পেয়েছি। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি যখন আমি ভীষণই বিরক্তিকর একজন পরিচালক ছিলাম তখনও। এই ছবি আমার কাছে যেকোনও প্রকল্পের চেয়েও বেশিকিছু। এটা আমার জীবন-পরিবর্তন করেছে। যারা আমার ওপর আস্থা রেখেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ সুন্দরভাবে এটাকে গ্রহণ করার জন্য। আমার জীবনের এই অধ্যায়ের জন্য আমি চিরকৃতজ্ঞ।'